দেশকে শিল্প-সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘দেশকে শিল্প-সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সে লক্ষ্যে শিল্প-উদ্যোক্তা তৈরির জন্য বিসিক দেশে সম্ভাবনাময় ২ লাখ ৬৫ হাজার উদ্যোক্তা চিহ্নিত করে ১ লাখ ৯৬ হাজারের অধিক উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে।’
রোববার (১৬ জানুয়ারি) সংসদে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন শুরু হয়।
রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, ‘দেশে প্রতিবছর গড়ে ২০০ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা হয় যা অত্যন্ত সম্ভাবনাময় একটি শিল্প। দেশে ইউরিয়া সারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।’
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র এবং পাট খাতের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, ‘পাটখাতের পাশাপাশি বস্ত্রখাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে। ২০২০-২১ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে ৩১ দশমিক চার-ছয় বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে।’
এ ছাড়া করোনা সাফল্যের সঙ্গে মোকাবিলা করে ইতিবাচক অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘করোনা মহামারি শুরুর আগে ২০১৫-১৬ অর্থবছর হতে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪ শতাংশ, যা করোনাকালীন হ্রাস পায়। তবে সরকারের বিভিন্ন টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকল্পে নানামুখি আর্থসামাজিক ও বিনিয়োগধর্মী প্রকল্প, কর্মসূচি এবং কার্যক্রম গ্রহণের ফলে ইতোমধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধির তুলনায় সাময়িক হিসাব অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক চার-তিন শতাংশে, যা আশাব্যাঞ্জক।’
ভাষণের শুরুতেই তিনি শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। এ ছাড়া একাত্তরের মুক্তিযোদ্ধা এবং শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেন।
/এসপি