ল্যাটিন আমেরিকা ও পূর্ব ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান পররাষ্ট্রমন্ত্রী

ল্যাটিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সম্পর্ক বাড়াতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় আর কোনো রোহিঙ্গা নেই। আর যারা ঢুকেছেন তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।
অনেক বছর ধরে শূন্য রেখায় কিছু রোহিঙ্গা ছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরা মাদকবিক্রেতার সঙ্গে জড়িত ছিল। সেখানের কিছু লোক ঢুকে গেছেন। সব লোককে ঢুকতে দেইনি।
তবে যারা ঢুকেছেন তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবার এদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ডও রয়েছে।
আরইউ/এমএমএ/
