‘যুক্তরাষ্ট্র-ভারত-চীন সবার সঙ্গে চলতে হবে’

বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন– সবার সঙ্গে চলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট (বিএসটি) আয়োজিত “আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু বলেই তারা সুপারিশ দেয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সুপারিশকে আমরা স্বাগত জানাই। এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, সৌদি, জাপান প্রত্যেকের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক রেখেছি।
বাংলাদেশের সৃষ্টিই হয়েছিল গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। সে কারণে এখানকার গণতন্ত্র নিয়ে বিদেশিদের বাড়াবাড়ি করার দরকার নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আমাদের এই অবস্থানের দিকে সকলেরই নজর। কেননা আগামী বিশ্ব হবে এশিয়ার বিশ্ব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই অঞ্চলের একপাশে ভারত আর একপাশে চীন, তাদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে হয়।
সংলাপের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু, অধ্যাপক ড. উত্তম কুমার বড়ুয়া বক্তৃতা করেন।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ।
আরইউ/এসএন
