স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে ৪টি: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। এখন আমাদের স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আর ওই স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে ৪টি। সেগুলো হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ। ওই চারটি ভিত্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে সরকার।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে ১২ দিনব্যাপী আয়োজিত ‘চলনবিল শিক্ষা উৎসবের-২০২৩’ উপলক্ষে আয়োজিত রত্ম সম্মাননা, রত্মগর্ভা মা সম্মাননা, মরণোত্তর গুণীজন সম্মাননা, অবসর প্রাপ্ত শিক্ষক সম্মাননা, শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা, অদম্য মেধাবী সম্মাননা, কর্ম জীবনে সফল যারা কেমন তারা সম্মাননাসহ ১৬ ক্যাটাগরিতে ১ হাজার ৬৫৯ জনকে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একজন আলোকিত মানুষ গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারে। ওই আলোকিত মানুষ হওয়ার প্রথম স্তর শিক্ষা জীবন। সৌভাগ্যক্রমে আজ দেশের শিক্ষার্থীদের স্বপ্নপূরণের সারথী হচ্ছেন শেখ হাসিনা। দেশের শিক্ষার্থীরা যাতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। শিক্ষার মাধ্যমে ওই আধুনিক,তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে করতে গিয়ে অর্থাভাবে কারও লেখাপড়া যাতে বন্ধ না হয় সেজন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। তারই অংশ এই শিক্ষা উৎসব।
শিক্ষার্থীদের স্মার্ট, উদ্যোমী আর সাহসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষিত ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যাতে তাদের চাকরির জন্য দৌড়াতে না হয় সেজন্য শেখ হাসিনার পক্ষ থেকে ডিজিটাল হাব, আইসিটি পার্ক উপহার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক ও চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে সিংড়ার রত্ম হিসেবে সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, সিংড়া উপজেলার নিমাকদমা গ্রামের সন্তান জাকিয়া সুলতানাকে। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি।
এসজি
