জিপি ও পিপির সম্মানী বাড়ছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি কৌশলি (জিপি) ও পাবলিক প্রসিকিটরদের (পিপি) সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘৬৪ জেলাকে তিন ক্যাটাগরিতে ভাগ করে তাদের সম্মানী নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে প্রথম ক্যাটাগরি ৫০ হাজার, দ্বিতীয় ক্যাটাগরি ৪৫ হাজার ও তৃতীয় ক্যাটাগরির জেলায় ৪০ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।’
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও জানান, বর্তমানে জিপি ও পিপি নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। এটি ১৯৪৭ সাল থেকে চলে আসছে। আমরা সেখানে একটা পরিবর্তন এনেছি। আমরা চেষ্টা করছি চলতি বছরেই ৩০ শতাংশ জিপি ও পিপি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে। বাকি ৭০ শতাংশ হবে বর্তমানে যেভাবে হচ্ছে সেভাবে, অর্থাৎ রাজনৈতিক বিবেচনায়।
আনিসুল হক বলেন, জিপি ও পিপিদের দায়িত্ববান করা, তাদের একটা সম্মানজনক অবস্থায় আনতে এই বেতন বাড়ানো দরকার।
আইনমন্ত্রী বলেন, আমরা মামলাজট কমানোর কথা বলেছি। আদালতে মামলা আসার আগে যাতে আপোষ মিমাংসার মাধ্যমে সমাধান করতে বলেছি। তাতে মামলাজট কমবে।
এনএইচবি/এমএমএ/
