বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন আর্ল মিলার

তিন বছরেরও বেশি সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন আর্ল রবার্ট মিলার। খুব শিগগিরই ঢাকা ছাড়বেন তিনি।
এদিকে আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন পিটার হাস। ইতিমধ্যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন প্রশাসন।
বাংলাদেশে ২০১৮ সালের ১৮ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন আর্ল মিলার। ইতিমধ্যে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন।
ঢাকায় মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হওয়া আর্ল রবার্ট মিলার এর আগে বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরইউ/এসআইএইচ
