জুনে চালু হবে এসপিএম, সাশ্রয় ৮০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী

দেশের জ্বালানি তেল পরিবহনে নেওয়া মেগাপ্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) চলতি বছরের মাঝামাঝি সময়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রতিমন্ত্রী। এটি চালু হলে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী মেগাপ্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) নির্মাণ কাজ প্রায় শেষ। বছরের মাঝামাঝি থেকে শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম।
এতদিন আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারি ট্যাংকে পৌঁছাতে সময় লাগত লাগত ১১-১২ দিন। এসপিএম চালু হলে সময় লাগবে মাত্র ৪৮ ঘণ্টা। এতে বছরে দেশের ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে। একই সঙ্গে নির্মাণ করা হয়েছে ৬টি বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক। যা বাংলাদেশের তেল মজুদ সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।
আরইউ/এসজি
