দেশভাগের মতো ট্রাজিক গল্প ইতিহাসে বিরল: বদরুদ্দীন উমর

দেশভাগের মতো ট্রাজিক গল্প ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ এবং চিন্তক বদরুদ্দীন উমর।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে 'পার্টিশনের ৭৫ বছর বহুস্বরের সন্ধান' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
বদরুদ্দীন উমর বলেন, দেশভাগ ছিল উপমহাদেশের ভয়ংকর ট্রাজিক ইতিহাস। দেশভাগের মতো বর্বর যে কাজ ইংরেজরা করেছে তা ইতিহাসে কেউ করেনি। বিশ শতকে ইংরেজরা সাম্প্রদায়িকতা বিকশিত করে। পরবর্তীতে রাজনীতিতে সাম্প্রদায়িকতা প্রবলভাবে প্রবাহিত হয়। হিন্দু-মুসলিমের বিদ্বেষ তৈরি করাই ছিল ইংরেজদের প্রধান কাজ। এই বিদ্বেষকে ব্যবহার করেই তারা দিনের পর দিন উপমহাদেশ শাসন করতে পেরেছে। ইংরেজরা যখন বাংলা দখল করে তখন ইংল্যান্ডে শিল্পবিপ্লব চলে। এর অর্থ পুঁজি সবই যেত বাংলা থেকে।
তিনি বলেন, ১৯২৭ এর আগে রাজনৈতিক দলগুলো স্বাধীনতার দাবি করেনি। ইংরেজ বিরোধিতার চেয়ে বেশি ছিল হিন্দু-মুসলিম বিরোধিতা। কংগ্রেস ডাক দিল অহিংস আন্দোলনের। অপরদিকে মুসলিম লীগেও ছিল না অস্ত্র নিয়ে লড়াই। কংগ্রেস এবং মুসলিম লীগের রেষারেষির ফায়দাটা নিয়েছিল ইংরেজরা। জনগণের মধ্যে ইংরেজবিরোধী ক্রোধ এবং প্রতিরোধের সৃষ্টি হয়েছিল ওই সময়। ঐক্য সৃষ্টি যেখানে হওয়ার কথা সেখানে হয়ে উঠল বিরোধের।
তিনি আরও বলেন, কংগ্রেস গড়ে উঠেছিল ইংরেজদের হাত ধরে। যার কারণে এদের কোনো মেরুদণ্ড ছিল না, এরা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি ছিল না বরং এরা ভূমি মালিক পুঁজিবাদীদের প্রতিনিধিত্ব করত।
সেমিনারে আরও বক্তব্য রাখেন ইতিহাসবিদ ড. অনিন্দিতা ঘোষাল এবং সেমিনারের সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।
এসজি
