জাতীয় পরিবেশ সমাবেশ শুক্রবার

ছবি: সংগৃহীত
হাওর-বিল ও নদীর সমস্যা সমাধানের দাবিতে আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পরিবেশ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য সম্মেলনে সারা দেশ থেকে সরাকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। পরদিন ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে 'বাংলাদেশের হাওর, নদী, ও বিল: সমস্যা ও প্রতিকার' বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দু'দিনের ওই কর্মসূচি তুলে ধরা হয়। পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাপার সহ-সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাপার সহ-সভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-আহ্বায়ক ও বেন-এর বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপার কেন্দ্রীয় নেতা ড. শহীদুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার, পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলমগীর কবির প্রমুখ।
সংবাদ সম্মেলনে ড. নজরুল ইসলাম বলেন, পরিবেশবাদীদের দাবি ও সুপারিশ গুটিকতক মানুষের জন্য নয়। সারা দেশের জনগণের স্বার্থ এর সঙ্গে জড়িত। সেটি বোঝানোর জন্যই এবার সম্মেলনের পাশাপাশি সমাবেশের আয়োজন করা হয়েছে। এর আগে সারা দেশে বিভাগীয় সমাবেশ হয়েছে। সেখান থেকে মাঠপর্যায়ের দাবিগুলো একত্রিত করা হয়েছে। যা ওই সম্মেলনে তুলে ধরা হবে।
বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, এবারের সম্মেলন ও সমাবেশে হাওর, নদী ও বিলের সমস্যাগুলোর পাশাপাশি দেশের পরিবেশ সংকটের বিষয়গুলো তুলে ধরা হবে। কারণ একটা দেশের সম্পদ হলো নদী ও জলাভূমি। এর সঙ্গে মানুষের জীবনযাত্রা অনেক দিক থেকে সম্পর্কিত। তাই নদ-নদী ও জলাভূমিকে দখল ও দূষণের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। দূষণবিরোধী চলমান কার্যক্রমগুলো জোরদার করতে হবে।
ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার বলেন, হাওর ও বিল দেশের নদ-নদী কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে পরিতাপের বিষয় হাওর, নদী, বিল এখন নানাবিধ সংকটে। এ ছাড়া পানি উন্নয়ন বিষয়ে বেষ্টনী সংকটকে আরও তীব্র করে তুলেছে। আমাদের সম্মেলনের মূল লক্ষ্য- হাওর, নদী, বিল, পুকুরসহ জলাধারগুলোর সমস্যাবলির প্রতি দেশবাসীর মনোযোগ আকৃষ্ট করা এবং এসব সংকট নিরসনের লক্ষ্যে প্রণীত সুপারিশ বাস্তবায়নে কার্যকর আন্দোলন গড়ে তোলা।
এনএইচবি/এসজি
