১৮ বছর পর্যন্ত যৌনকর্মীদের পুনর্বাসনের পরিকল্পনা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
যৌনকর্মী হিসেবে নিয়োজিত যাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে নয় এমন কিশোরী ও কন্যা শিশুকে পুনর্বাসনের প্রস্তাব সংসদীয় কমিটির।
এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। ওই সকল যৌনকর্মীদের সরকারি বিভিন্ন ভাতা কর্মসূচির মাধ্যমে কিভাবে পুনর্বাসিত করা যায় সেসকল বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।
যৌনকর্মীদের জীবনযাত্রা সম্পর্কে বাস্তব চিত্র ও তথ্য সংগ্রহ করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রণয়নের জন্য কমিটির সদস্য আরমা দত্তকে আহ্বায়ক করে একটা সাব-কমিটি গঠন করা হয়। বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন তাদের কিভাবে সরকারি বিভিন্ন ভাতা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা যায় সেটা খতিয়ে দেখা হচ্ছে।
যৌনকর্মীদের অনেকেই স্বামী পরিত্যাক্তা হয়ে থাকে। আবার অনেকে হয়ত শিশু আইনের মধ্যে পড়ে তাদের উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের ৬টি বিভাগে অবস্থিত ৬টি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র পরিচালনা করা হয়। এ কেন্দ্রসমূহে অবস্থানকালীন ধর্মীয় অনুশাসন, নিবিড় কাউন্সেলিং ও মনিটরিং এর মাধ্যমে মানসিক উৎকর্ষ সাধন এবং অবৈধ যৌনাচারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরির পাশপাশি নিবাসীদের প্রাথমিক ও আনুষ্ঠানিক শিক্ষা এবং বিভিন্ন ট্রেড ভিত্তিক (কম্পিউটার, সেলাই ও এমব্রয়ডারি, ব্লক-বাটিক, ইলেকট্রনিক্স, পোল্ট্রি ও সবজি বাগান ইত্যাদি) প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হয়। পরবর্তীতে কর্মসংস্থান, বিবাহ অথবা প্রকৃত অভিভাকের নিকট আত্মীয় অথবা অন্য কোন বৈধ অভিভাবকের নিকট হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
কমিটি যৌনকর্মীদের মৌলিক চাহিদা পূরণ করে সমাজে পূনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। কমিটি সরকারি শিশু পরিবারের শিশুদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
কমিটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)