রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সর্বজনীন পেনশন বিল পাসের সুপারিশ

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২ পরীক্ষা নিরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন দিয়ে বিলটি পাশের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রবিবার (৮ জানুয়ারি) কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এই বিল সম্পর্কিত প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।

এর আগে গত ২৯ আগস্ট স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

বর্তমানে শুধু সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পান। সরকারি চাকরিজীবীদের বাইরে দেশের সব নাগরিককে পেনশন-ব্যবস্থার আওতায় আনতে সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্যোগ নিয়ে এই বিল আনে।

বিলে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশনের আওতায় ১৮ বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক সুবিধা পাবেন। বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদেরও এর আওতায় আনার ব্যবস্থা রাখা হয়েছে। তবে মাসিক পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদাদাতাকে ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এতে অংশ নিতে পারবেন।

তবে চাঁদার হার কত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। আইন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবে। খসড়া আইনে বলা হয়েছে, চাঁদাদাতা ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন। চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে। একজন পেনশনার আজীবন পেনশন-সুবিধা পাবেন।

গণমাধ্যমকর্মী বিল

গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২ পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিতে তৃতীয় দফায় আরও ৯০ দিন সময় নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দিতে না পারায় রবিবার (৮ জানুয়ারি) সংসদে আরও ৯০ দিন সময় চান সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। প্রস্তাবটি স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভোটের জন্য উপস্থাপন করলে সংসদ এতে অনুমোদন দেয়।

আলোচিত এই বিল গত বছরের ২৮ মার্চ সংসদে উপস্থাপন করেছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তখন বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দিতে না পেরে গত ৬ জুন ৬০ দিন বাড়তি সময় নিয়েছিল সংসদীয় কমিটি। এরপর আগস্টে আবার দ্বিতীয় দফায় ৬০ দিন সময় বাড়িয়ে নেয় সংসদীয় কমিটি।

আজ আবারও বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে সময় নিলো সংসদীয় কমিটি। তবে বিলটি সংসদে ওঠার পর সংসদীয় কমিটি এ নিয়ে এখনো কোনো বৈঠক করেনি।

প্রস্তাবিত আইনটি নিয়ে সাংবাদিক, সম্পাদক ও মালিকপক্ষের মধ্যে ব্যাপক অসন্তোষ আছে। গত মার্চে আইনের খসড়া সংসদে তোলার পর থেকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সংবাদপত্রের মালিকদের সংগঠন আইনের বেশ কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মী ও মালিকপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গণমাধ্যম আদালত স্থাপন করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০২২ পাস হলে এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে এবং সংবাদপত্রের বিকাশ সংকুচিত করবে বলে মনে করছে সম্পাদক পরিষদ।

গত এপ্রিলে এক বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছিল, প্রস্তাবিত এই আইনের ৫৪টি ধারার মধ্যে ৩৭টি ধারাই সাংবাদিকবান্ধব নয়। সার্বিকভাবে এই আইন গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বার্থের বিরুদ্ধে।

দৈনিক সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) মনে করে, প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন প্রচলিত বিচারব্যবস্থা, শিল্প আইন ও বাংলাদেশ শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক।

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্কারজয়ী শিল্পী এ.আর.রহমান

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুকে ব্যথা নিয়ে রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

যদিও রহমানের টিমের তরফে এই খবরের সত্যতা উড়িয়ে দেওয়া হয়েছে। ভুয়া খবর তকমা দিয়ে গায়ক ও সুরকারের টিমের তরফে জানানো হয়েছে, 'যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।

ডিহাইড্রেশন ও ঘাড়ে ব্যথার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটানা ট্রাভেলের জন্যই শরীর খারাপ হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন এক্স হ্যান্ডেলে রহমানের হেলথ আপডেট শেয়ার করে জানিয়েছেন, তিনি এখন বিপদ মুক্ত। শীঘ্রই বাড়ি ফিরবেন। খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই রহমানের বাড়ি ফেরার সুখবর দিলেন তাঁর ম্যানেজার।

পিটআই-কে এ.আর রহমানের বাড়ি ফেরার খবর নিশ্চিত করে বলেছেন, ‘এইমাত্র উনি বাড়ি ফিরেছেন। এখন সুস্থ আছেন। দুঃশ্চিন্তার কোনও কারন নেই। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা করেছেন। এখন শারীরি অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।’ মিউজিক ম্যাস্ট্রো রহমানের বোনও বুকে ব্যথার ভুল তথ্য উড়িয়ে বলেছেন, ‘ওঁর ডিহাইড্রেশন হয়েছিল। সেই সঙ্গে ছিল গ্যাসট্রিক।’

রহমানের ছেলে আমিন ইনস্টা স্টোরিতে মিউজিক ম্যাস্ট্রোর ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সকল বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী, পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে যেভাবে তাঁদের ভালবাসা জাহির করেছেন, খোঁজ নিয়েছেন তাতে আপ্লুত। ডিহাইড্রেশনের জন্যই বাবার শরীরটা খারাপ হয়েছিল। কিছু রুটিন চেক-আপ হয়েছে। এখন পরিস্থিতি স্থিতিশীল। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ। সকলকে আমাদের তরফে ভালবাসা।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রহমানের শারীরিক অবস্থার আপডেট দিয়ে লিখেছেন, ‘আমার কাছে খবর এল এ.আর.রহমান অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তখনই আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ওর শারীরিক অবস্থা এখন কেমন সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছি। আমাকে চিকিৎসকরা বলেছেন, এখন অবস্থা স্থিতিশীল। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন। খবরটা শুনে আমি খুশি হয়েছি।’

Header Ad
Header Ad

৬ হাজার কোটির লিগ আনছে সৌদি, চ্যালেঞ্জের মুখে আইপিএল

৬ হাজার কোটির লিগ আনছে সৌদি। ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে সৌদি আরব একটি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করছে। এই লিগের মূল লক্ষ্য হচ্ছে ক্রিকেটে একটি বিপ্লব আনা, যা টেনিসের গ্র্যান্ডস্লামের মতো বছরে চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের ১ ট্রিলিয়ন ডলার মূল্যের সার্বভৌম সম্পদ তহবিলের ক্রীড়া শাখা ‘এসআরজে স্পোর্টস ইনভেসমেন্ট’ এই লিগে প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকবে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী ক্রিকেট ব্যক্তিত্ব নিল ম্যাক্সওয়েল এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনও এই প্রকল্পে যুক্ত রয়েছেন।

সৌদি আরব ইতোমধ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিপুল বিনিয়োগ করেছে, যেমন লাইভ গলফ, ফর্মুলা ১ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ। যদিও সৌদি আরবের বড় ক্রিকেট স্টেডিয়াম নেই, তারা আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে।

এই লিগের বাস্তবায়নে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদন প্রয়োজন হবে এবং বিশেষ করে বিসিসিআইয়ের কাছে অনুমতি চাওয়া একটি বড় চ্যালেঞ্জ হবে। সৌদি আরবের ক্রীড়া খাতে অংশগ্রহণ নিয়ে বিতর্ক থাকলেও, এটি তাদের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্য একটি কৌশলগত বিনিয়োগ।

এই নতুন ‘গ্র্যান্ডস্লাম টি-টোয়েন্টি লিগ’ যদি অনুমোদন পায়, তবে এটি বিশ্ব ক্রিকেটে বিপ্লব আনতে পারে এবং ছোট দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সৌদি আরবের বিশাল বিনিয়োগ বিশ্ব ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এই সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে। রোববার (১৬ মার্চ) ইউজিসিতে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, এ নিয়ে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে দুটি মত আসে। তাদের মধ্যে ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন। তবে অন্য শিক্ষার্থীরা এই নাম চান না। তারা বলছেন, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ। তারা ফেডারেল ইউনিভার্সিটি নামের পক্ষে মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলে। পরে তারা আলোচনা করে একটি নামের পক্ষে নিজেদের মত দেন।

এর আগে গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ-সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রদানের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে কনফারেন্স রুমে ১৬ মার্চ সকাল ১০টায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সভা অনুষ্ঠিত হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্কারজয়ী শিল্পী এ.আর.রহমান
৬ হাজার কোটির লিগ আনছে সৌদি, চ্যালেঞ্জের মুখে আইপিএল
৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
হাইকোর্টের রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা
ঘুষ-বাণিজ্যের অভিযোগ, রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব
বই ছাপার কাজ শেষ, আজ রাতেই শুরু হবে বিতরণ  
আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে
কার জন্য 'সতর্কবার্তা' দিলেন পরীমণি
ঈদে বাড়ি ফিরতে ২৬শে মার্চের ট্রেনের টিকিট মিলবে আজ  
৬৬ দিনে ধরে নিখোঁজ বিএনপি নেতা পান্নুর, মির্জা ফখরুলের উদ্বেগ  
ঈদের পরই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  
জামালপুরে ২ মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক  
টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে পাকিস্তানের লজ্জার রেকর্ড    
যেমন থাকবে আজকের আবহাওয়া
ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
হেলিকপ্টারে মাগুরা যাওয়ায় সমালোচনা, সারজিস বললেন ‘সিট খালি ছিল’
নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুসুম্বা মসজিদ পরিদর্শন করলেন চীনা প্রতিনিধি দল
দেশে ঈদ কবে হতে পারে, জানাল আবহাওয়া অফিস