বাংলাদেশ-ভারত একই মায়ের সন্তান: ভারতীয় সহকারী হাই কমিশনার
যে কোনো অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে ভারত থাকবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।
ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, ‘বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। বাংলাদেশ ও ভারত একই মায়ের দুই সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। তেমনই আগামীতেও যে কোনো অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে ভারত।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। চাবি গ্রহণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার প্রমুখ।
এসএন