মেট্রোরেলের জন্য কম দামে বিদ্যুৎ চায় কর্তৃপক্ষ

কম দামে মেট্রোরেলের জন্য বিদ্যুৎ দেওয়ার দাবি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির।
রবিবার (৮ জানুয়ারি) গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে এমন প্রস্তাব দেবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল জানান, মেট্রোরেল ছাড়াও ইকোপার্কের বিদ্যুতের দাম পাইকারি হারে অথবা লাভ ছাড়া দাম ধরার প্রস্তাব দেবে বিতরণ কোম্পানির কাছে।
আজ রবিবার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানি শুরু হয়েছে। শুনানিতে বিইআরসির কারিগরি কমিটি খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বেড়ে ৮ দশমিক ১৩ পয়সা করার সুপারিশ করেছে।
আরইউ/এসএন
