নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা, সতর্ক থাকতে রাষ্ট্রদূতদের চিঠি

র্যাবের মতো বিভিন্ন সংস্থা ও ব্যক্তির ওপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের চিঠি দিয়ে সতর্ক থাকতে নির্দেশে দিয়েছে সরকার।
জানা যায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দূতদের সতর্ক থাকতে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন। গত ৩১ ডিসেম্বর চিঠি পাঠানো হয়েছে।
৭ পাতার চিঠিতে মোট ২৪টি ইস্যু তুলে ধরে চিঠিতে নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। বৈশ্বিক ও স্থানীয় রাজনীতির দিকেও চোখ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে বলা হয়েছে, আগামীতে ব্যক্তি কিংবা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। ক্ষতিকর পদক্ষেপ আটকাতে সর্বদা প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে।
২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র ও রাজস্ব দপ্তর এ নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।
আরইউ/আরএ/
