গাইবান্ধা উপনির্বাচনের পরিবেশে ইসির স্বস্তি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের পরিবেশে তেমন কোনো অনিয়মের দৃশ্য দেখা যায়নি জানিয়ে স্বস্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুন্দর হচ্ছে। ইভিএমে ভোট নিয়ে এখনো কোনো সমস্যা হয়নি। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে। গতবার অনিয়মের যে পরিস্থিতি আমরা দেখেছিলাম এবার সেই পরিস্থিতি দেখছি না।
নির্বাচনে ভোটগ্রহণ পর্যবেক্ষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা উপস্থিত আছেন। সকাল সাড়ে ৮টায় নির্বাচনী এলাকার ১৫৪টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোট পরিস্থিতি দেখতে রাজধানীর নির্বাচন ভবনের পঞ্চম তলায় ইসির নিয়ন্ত্রণ কক্ষে সকাল ৮টা থেকেই সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান রয়েছেন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৩২টি চরাঞ্চল রয়েছে। এসব প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ভোটকেন্দ্রে দুটি আর প্রতিটি ভোটকক্ষে একটি করে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোট ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে, গত ১২ অক্টোবর একই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় সিসি ক্যামেরায় এক তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখতে পায় ইসি। পরে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেন সিইসি।
এসএন
