পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেরি মাসদুপুই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী মারি মাসদুপুয়কে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে তার দায়িত্ব পালনকালে উভয় দেশই দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে পারবে।
উভয় পক্ষ সংযোগ, জলবায়ু পরিবর্তন, পরিচ্ছন্ন ও সবুজ শক্তি প্রযুক্তি, বিমান চলাচল ইত্যাদির দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় এবং ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক খাদ্য, শক্তি এবং আর্থিক চ্যালেঞ্জের বিষয়েও মত বিনিময় করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে থাকাকালীন মেরি মাসদুপুয়কে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
আরইউ/এমএমএ/
