‘নয়াপল্টনে সমাবেশ করতে চাওয়ার কারণ খতিয়ে দেখা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি কেন নয়াপল্টনের সমাবেশ করতে চায় সেটা আমাদের দেখতে হবে। ২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে— এটা আমাদের চিন্তার বিষয়।
বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেট কর্তৃক আয়োজনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার আইন প্রতিষ্ঠিত করা ও মানুষের জানমাল রক্ষায় যা করার তাই করবে। এ ছাড়া বিএনপি কেনো পল্টনে সমাবেশ করতে চায় এখন সেটিও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কেন সমাবেশ করতে চাচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তা ছাড়া এটা প্রশাসনের ব্যাপার। যেহেতু প্রশাসন তাদের অনুমতি দিয়েছে তারপরও তারা কেন অনুমতির জায়গা সমাবেশের উপযোগী মনে করছে না— সবকিছু বিবেচনা করে আমরা কাজ করছি।
কেএম/আরএ/
