ইমপ্যাক্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারুল আমীন আর নেই

ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান আনোয়ারুল আমীন মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর ৪:০০টায় ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ একটি স্বনামধন্য এনজিও যেটা গত ৩ দশকের অধিক সময় ধরে এবং এটি দেশে পরিহারযোগ্য প্রতিবন্ধিতা প্রতিরোধ ও নিরাময়ের জন্য কাজ করে যাচ্ছে।
আমিন একজন অত্যন্ত সফল এবং উদ্ভাবনী ব্যাংকার এবং একজন জনপ্রিয় সমাজসেবা সংগঠক ছিলেন। তিনি পঞ্চাশের দশকের শুরু থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন এবং সদ্য স্বাধীন বাংলাদেশে ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বাংলাদেশের স্বাধীনতার পরপরই তিনি ১৯৭২ সালের মার্চ মাসে লন্ডনে প্রথম বাংলাদেশী ব্যাংক (উত্তরা ব্যাংক) প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ, চীন ও জাপানে বিসিসিআই ব্যাংকের পরিচালনার প্রধান ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে চীন-বাংলাদেশ পিপলস ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের উন্নয়নে অবদান রাখেন।
মরহুম জনাব আমিন ১৯৩৫ সালের ২৬ ডিসেম্বর বাংলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য তার একমাত্র পুত্র কায়সার তমিজ আমিন, আর্থিক পরামর্শদাতা এবং একমাত্র কন্যা, ডেইলি স্টারের যুগ্ম সম্পাদক আশা মেহরীন আমিনসহ, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রয়াত অধ্যাপক, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ রাজিয়া খান আমিন ছিলেন তার স্ত্রী।
এমএমএ/
