সচিবদের প্রধানমন্ত্রী
খাদ্য মজুত যেন ১৫ লাখ টনের নিচে না নামে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন খাদ্য মজুত কোনোমতেই যেন ১৫ লাখ টনের নিচে না নামে।
রবিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘সচিবদের সঙ্গে বৈঠকে অভ্যন্তরীণ সংগ্রহ ও বিদেশ থেকে খাদ্য আমদানি নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।
সচিব বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংগ্রহ জোরদার করার পাশাপাশি বিদেশ থেকে খাদ্য আমদানি কার্যক্রম সচল রাখার কথাও বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বৈঠকে ১২-১৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করণীয় নিয়ে কথা হয়েছে। আমরা খাদ্যের দিক দিয়ে নিরাপদ অবস্থানে রয়েছি। এই মুহূর্তে দেশে প্রায় ১৬ লাখ টন খাদ্য মজুত রয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির মতো কার্যক্রমগুলো অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
এর বাইরে বিদেশি অর্থায়নে চলমান প্রকল্পগুলোর বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী সচিবদের বলেছেন, কিছুদিন ধরে এই প্রকল্পগুলোর অগ্রগতি কিছুটা ধীর। এ বিষয়ে জরুরিভিত্তিতে দৃষ্টি দিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এনএইচবি/আরএ/
