একাধিক বিবেচনায় প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপান আমাদের দাওয়াত দিয়েছে। আমরা তাদের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এসব বিবেচনায় আমরাই চিন্তাভাবনা করেছি সফর স্থগিতের।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তা ছাড়া জাপানে এখনো কোভিড। শুধু কোয়ারেন্টাইনই নয়, অনেক বিধিনিষেধ আছে। প্রধানমন্ত্রী গেলে বিরাট সমাগম হয়। ব্যবসায়ী মহল, এই মহল ওই মহল। একাধিক বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রীর জাপান সফরের সম্ভাব্য তারিখ জানতে চাইলে তিনি বলেন, সেটা আমরা পরে চিন্তাভাবনা করব।
এর আগে দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকের সুনসুকির সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর জাপান সফর এই মুহূর্তে হচ্ছে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ডিপ্লোম্যাসিতে অনেক কিছুই হয়। শেষ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হয়। এ কারণে এবার কার্টেন রেইজার করা হয়নি। পরবর্তীতে যথাসময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।
প্রসঙ্গত, ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর করার কথা ছিল।
আরইউ/এসজি
