বাংলাদেশ-ইইউ সংলাপ আজ, গুরুত্ব পাবে নির্বাচন ও মানবাধিকার

বাংলাদেশ- ইউরোপীয় ইউনিয়ন প্রথম রাজনৈতিক সংলাপে বসছে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর)। এর আগে জুনে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, সংলাপে প্রাধান্য পাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, মানবাধিকার ও সুশাসন।
ঢাকার চাওয়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কৌশলগত সর্ম্পকের উন্নয়ন। আর ইইউ এর পক্ষ থেকে চাওয়া হবে রাশিয়া ইস্যুতে বাংলাদেশের পূর্ণ সমর্থন।
সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইইউর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংস্থার বৈদেশিক কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত উপমহাসচিব এনরিকে মোরা।
চলতি বছরের ২৮ জুন এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষে মুহূর্তে স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন। গত বছরের অক্টোবরে ব্রাসেলসে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সফরকালে এই রাজনৈতিক সংলাপের বিষয়টি চূড়ান্ত হয়।
আরইউ/এসএন
