বিদেশিদের মনে রাখা উচিত বাংলাদেশ পরাধীন নয়: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত বাংলাদেশ পরাধীন কোনো দেশ নয় এবং বাংলাদেশ কোনো উপনিবেশ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা নিয়ম-শিষ্টাচার অনুযায়ী চলবেন, সেটাই আমাদের প্রত্যাশা।
ড. মোমেন আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। ওই সময়ে সেখানকার সাংবাদিকরা আমাকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন। কিন্তু রাষ্ট্রদূত হওয়ার পর তারা আমাকে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে প্রশ্ন করেননি।
পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশের অনেকেই কূটনীতিকদের কাছে যান, অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করেন। এই কালচার পরিবর্তন করা প্রয়োজন।
আইওআরএ এর বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এ সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২২-২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে।
আরইউ/এমএমএ/
