ছাত্রদল নেতা নয়ন নিহতের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি আসকের

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ওরফে নয়ন মিয়া নিহতের ঘটনায় বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রবিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আসক জানায়, আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা শনিবার বিকালে বাঞ্ছারামপুরে প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিতরণ শেষে সায়েদুজ্জামান কামালের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল লক্ষ্য করে পুলিশ গুলি চালালে নয়ন গুলিবিদ্ধ হন।
পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের দাবি জানায় আসক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় আসক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আসক এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জোরদাবি জানাই।
কেএম/এমএমএ/
