‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করি'

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জেনারেল মোহাম্মদ মঈন উদ্দিন বলেছেন, যখনই কোনো দুর্ঘটনার সংবাদ পাই তখন আমরা ৩০ সেকেন্ডের মধ্যে বের হয়ে পড়ি এবং দুর্ঘটনা মোকাবিলা করতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি।
তিনি বলেন, আমরা বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সর্বদা নিয়োজিত।
বুধবার (১৬ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উপলক্ষে স্বেচ্ছাসেবী সমাবেশে তিনি এসব কথা বলেন।
যারা ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দুর্যোগ মোকাবিলার সময় সহায়তাকারী বিনিময়ে কোনো পারিশ্রমিক নেন না।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, বিভিন্ন দুর্যোগ মোকাবিলার সময় ফায়ার সার্ভিসের যেসব সদস্য মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করার আহ্বান জানাই।
কেএম/এসএন
