সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: ডিএমপি কমিশনার

পুলিশকে সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ডিএমপি হেডকোয়াটার্সে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
ডিএমপিতে সদ্য পদায়নকৃত যুগ্ম-পুলিশ কমিশনার হামিদা পারভীন ও যুগ্ম-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার। এ ছাড়া ডিএমপিতে কর্মরত যুগ্ম-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) টুটুল চক্রবর্তী ঢাকা রেঞ্জে পদায়ন হওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা দেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার আরও বলেন, টিম ডিএমপিতে কাজ করা সত্যিই আনন্দের। যেহেতু বিদায়ী অতিথি দীর্ঘদিন ডিএমপিতে কাজ করেছেন সেহেতু সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন কর্মস্থলে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
পরিশেষে বিদায়ী অতিথি ও তার পরিবারের জন্য শুভকামনা জানান ডিএমপি কমিশনার। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিদায়ী যুগ্ম-পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।
কেএম/এসজি
