নৌ পুলিশের নবম বর্ষপূর্তি

দেশের নৌ পথের নিরাপত্তা প্রদানের জন্য গঠিত নৌ পুলিশ নবম বছরে পদার্পণ করেছে। শনিবার (১২ নভেম্বর) বিশেষায়িত এই ইউনিটটি গৌরব, এতিহ্য ও সংগ্রামের নবম বর্ষ উদযাপন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবহমান বাংলার নৌ পথ সুরক্ষার জন্য ২০১০ সালে একটি বিশেষায়িত ইউনিট গঠনের ধারণা প্রদান করেন। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে নৌ পুলিশ নামে একটি বিশেষায়িত ইউনিট আত্মপ্রকাশ করে।
নৌ পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ নভেম্বর (সোমবার) বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগ, ঢাকায় বর্ণিল আয়োজনে নৌ পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হবে।
এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ নৌ নিরাপত্তা এবং মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
নৌ পুলিশ প্রতিষ্ঠার পর থেকে নৌ পথে নৌ চলাচলে শৃঙ্খলা আনয়ন, মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধ, ঝোপ অপসারণ, নদী দূষণ রোধ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ , নৌ পথে চুরি, ডাকাতিসহ অপরাধ নিয়ন্ত্রণের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
নৌ পুলিশের এই কর্মতৎপতার জন্য দেশে জাতীয় মাছ ইলিশসহ সব প্রকার মাছের উৎপাদন বেড়েছে, নৌ দুর্ঘটনা কমাতে রাত্রিকালীন বাল্ক হেড চলাচল বন্ধ করা হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন বহুলাংশে কমেছে, বঙ্গবন্ধু হ্যারিটেজ নামে খ্যাত হালদা নদীতে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হয়েছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধসহ ওই এলাকার অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে নৌ পুলিশ।
জানতে চাইলে নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা বলেন, অভ্যন্তরীণ নদীপথে চোরাচালান, দস্যুতা ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নদীর সম্পদ রক্ষার লক্ষ্যে ২০১৩ সালের ১২ নভেম্বর নৌ পুলিশ প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমানে মাছের উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও, নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করায় নৌ অধিক্ষেত্রে অপরাধের পরিমাণ বহুলাংশে হ্রাস পেয়েছে। নৌ পুলিশ প্রতিষ্ঠার নবম বছরের অগ্রযাত্রায় নৌ পুলিশ নৌপথে জনগণের ভরসাস্থলে পরিণত হয়ে উঠেছে।
কেএম/আরএ/
