রিজার্ভ দেশের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে: প্রধানমন্ত্রী
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
করোনার মতো অর্থনৈতিক মন্দাও মোকাবিলা করতে সক্ষম হয়েছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ দেশের মানুষের প্রয়োজনেই ব্যবহার করা হচ্ছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন ও জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ সব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনাযুদ্ধ সফলভাবে পাড়ি দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে অর্থনৈতিক মন্দাও মোকাবিলা করতেও সক্ষম হয়েছি আমরা।
তিনি বলেন, করোনা ও যুদ্বের কারণে সারাবিশ্বব্যাপী প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তার ধাক্কাটা আমাদের দেশে এসেও পড়েছে। মূল্যস্ফীতির জন্য সব দেশেই আজকে হিমশিম খাচ্ছে। প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করেই চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে এবং সেটা দেশের মানুষের জন্য।
সরকারপ্রধান বলেন, শহরের মতো গ্রামেও সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার।
সমবায়ের মাধ্যমেই দেশ অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা যাতে কোনোমতেই ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে।
আরএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)