‘ইসি-মাঠ প্রশাসন দূরত্ব ঘোচাতে না পারলে বুমেরাং হবে’
মাঠ প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে দূরত্ব জাতীয় নির্বাচনসহ যেকোনো নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই দূরত্ব কমিয়ে আনার উপর জোর দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে এনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা জরুরি। এ জন্য প্রয়োজনে মাঠ প্রশাসনের সঙ্গে আরও বেশি বেশি বসতে হবে, তাদের সঙ্গে কথা বলে সব ঠিক করতে হবে। না হলে বুমেরাং হয়ে যাবে বলেও মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা।
সম্প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের একটি বৈঠকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন নির্বাচন কমিশনারের সঙ্গে একটি বক্তব্য নিয়ে মাঠ প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই বৈরী সম্পর্ক এখনো বরফ গলেনি।
সংশ্লিষ্টরা বলছেন, সাংবাবিধানিকভাবে নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচন সুষ্ঠু করতে প্রধান অনুষঙ্গ মাঠ প্রশাসন। আর একটু পরিষ্কার করে বললে পুলিশ। যেকোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ প্রশাসনকে দল নিরপেক্ষ হওয়াটা অত্যন্ত জরুরি। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আর মাঠ প্রশাসন একে অপরের পরিপূরক।
গত ৮ অক্টোবর জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেই বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কথা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, কর্মকর্তারা নানা সুবিধা দেওয়ার কথা বলেছেন। কিন্তু নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ম্যাজিস্ট্রেটদের যে তেল খরচ দেওয়া হয়, সেটাও অনেক সময় তাঁদের (ম্যাজিস্ট্রেট) কাছে পৌঁছায় না। তখন বেশ কয়েকজন ডিসি এই বক্তব্যের প্রতিবাদ জানান। এ সময় কিছুটা হট্টগোলের মতো পরিস্থিতি তৈরি হয়। তখন আনিছুর রহমান বলেন, তিনি তথ্য-প্রমাণ নিয়েই কথা বলছেন। যদি কর্মকর্তারা তার বক্তব্য শুনতে না চান, তাহলে তিনি বক্তব্য দেবেন না। কর্মকর্তারা তার বক্তব্য শুনতে চান কি না, এমন প্রশ্ন রাখলে কেউ কেউ ‘না’ সূচক জবাব দেন। তখন বক্তব্য বন্ধ করে দেন আনিছুর রহমান।
সেদিনের ঘটনার পর ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ নির্বাচন হয়। সেই নির্বাচনে মাঠ প্রশাসনের নির্লিপ্ততা স্পষ্ট হয়ে ওঠে সিইসি কাজী হাবিবুল আউয়াল এর বক্তব্যে।
তিনি বলেন, ‘ঢাকা থেকে সিসিটিভিতে ভোটকেন্দ্রের পরিস্থিতি দেখার পর ভোট-কক্ষে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও শৃঙ্খলা ফিরিয়ে আনার ‘কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। কাজেই নির্বাচন বন্ধ করা কমিশনের ‘হঠকারী কোনো সিদ্ধান্ত না।’
প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ শূন্য আসনে ভোট হয়। গত ১২ অক্টোবর ভোটে ১৪৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশেই ইভিএমে ভোট-গ্রহণ চলছিল।
সবগুলো কেন্দ্রের সিসি ক্যামেরা বসিয়ে ঢাকার নির্বাচন ভবনে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছিল ভোটের পরিস্থিতি। সেখানে নানা অনিয়মের ঘটনা সরাসরি দেখে দুপুরের মধ্যেই অর্ধশত কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধের নির্দেশ দেয় ইসি। বেলা আড়াইটার দিকে পুরো নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশনাররা। একই সঙ্গে বিভিন্ন মহল থেকে প্রশংসা শুনছেন সিইসি।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘যখন ভোটের কোনো সম্মান নাই, ভোটাররা ভোট দিতে পারে না, আর একজন ভোট দিয়ে দেয়, ধরা পড়ে, তখন ইলেকশন কমিশন চুপ করে বসে থাকবে কীভাবে? নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন তো বাংলাদেশের সরকারের ইলেকশন কমিশন না। এটা বাংলাদেশের ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন স্বাধীন সংস্থা। তাদের চোখের সামনে ধরা পড়েছে ভোট দিতে পারছে না। নির্বাচন বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি যদি দরকার হয় বারবার বন্ধ করবেন। তবুও জাতিকে উদ্ধার করার চেষ্টা করেন।’
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, মাঠ প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে ভালো সমন্বয়ের উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। প্রশাসনের সঙ্গে ঘন ঘন বৈঠক করতে হবে, আলোচনা করতে হবে। এই দূরত্ব রাখা যাবে না।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘মাঠ প্রশাসনের সঙ্গে একটা ডেমনস্ট্রেশন দেখলাম। ডিসিদের সঙ্গে নির্বাচন কমিশনের বাগবিতণ্ডা। যেটা আগে হয়নি কখনও। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের আস্থায় আনতে হবে। ডিসিদেরও আস্থায় আনতে হবে যে আপনারা প্রটেকশন দিচ্ছেন নির্বাচনের সময়।’
নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, হট্টগোল করার দরকার নাই। প্ল্যানিং অফিসার থেকে পোলিং অফিসার পর্যন্ত একটা টিম। এই টিম গঠনে জোর দিতে হবে। আমরা লক্ষ্য করেছি কোথাও কোনো একটা গ্যাপ তৈরি হয়েছে। এটা দূর করতে হবে। ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের ব্যক্তিগত কোনো বিষয় নাই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ডিসি-এসপিদের সঙ্গে এমনকি পোলিং এজেন্ট পর্যন্ত টিম গঠন করতে হবে। টিম ওয়ার্ক না করলে ভালো ভোট করা মুশকিল।
এনএইচবি/এমএমএ/