ঢাকাপ্রকাশ অসম্ভবকে জয় করবে সুসাংবাদিকতা দিয়ে: ইকবাল সোবহান চৌধুরী
‘আজ আমাদের সাংবাদিকতায় সততা এবং সুসাংবাদিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সহকর্মী মোস্তফা কামালের নেতৃত্বে ঢাকাপ্রকাশ-এর সঙ্গে আমার সকল সাংবাদিক ভাই ও বোনেরা, সহকর্মীরা এই অসম্ভবকে জয় করবে সততা দিয়ে এবং নীতি নৈতিকতাভিত্তিক বস্তুনিষ্ঠ সুসাংবাদিকতা দিয়ে।’ বুধবার (০১ ডিসেম্বর) মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
এ সময় তিনি ঢাকাপ্রকাশের আত্মপ্রকাশ সম্পর্কে বলেন, ‘পেশাজীবী সাংবাদিকের একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, এটি আমাদের সকলের জন্য আনন্দের ব্যাপার এবং একটি সুসংবাদ। বিশেষ করে যে দিনটিতে তারা আত্মপ্রকাশ করছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপিত হচ্ছে, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হচ্ছে এবং আজকের দিনটিতে শুরু হলো আমাদের বিজয়ের মাস। শুভেচ্ছা জানাই এই অনলাইন পত্রিকার সঙ্গে আমার সহকর্মী, সহযোদ্ধা যারা কাজ করবেন তাদের।’
তিনি ঢাকাপ্রকাশের থিম সং সম্পর্কে বলেন, ‘ঢাকাপ্রকাশের থিম সংটি শুনলাম এই থিম সং-এ তারা তাদের লক্ষ্য-উদ্দেশ্যে, তাদের প্রত্যয়, তাদের সাহস এবং তাদের অঙ্গীকারের কথা বলেছেন। সততায় শক্তি এবং সুসাংবাদিকতায় মুক্তি এই দুটি তারা অর্জন করবেন। ঢাকাপ্রকাশের আজকের প্রকাশ শুভ হোক আগামী দিনে তাদের অর্জন আমাদের সকলকে উৎসাহিত করবে।’
এসএম/এএন