নির্বাচন নিয়ে ডিসি-এসপিদের সঙ্গে বসবে ইসি
নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সকল জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আগামী ৮ অক্টোবর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনরা এ সময় উপস্থিত থাকবেন।
রবিবার (২ অক্টোবর) নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সবচাইতে বেশি। যে কোনো নির্বাচনে ভোটের পরিস্থিতি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী।
প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন এ ধরনের সভা করে থাকে। এই সভায় মূলত নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে সেসব বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য থাকে।
এসএম/এমএমএ/