র্যাব-পুলিশ কেউ শাস্তির বাইরে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘র্যাব-পুলিশ যেই হোক, শাস্তিযোগ্য অপরাধ করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি।’
তিনি বলেন, ‘জেলে গিয়ে দেখুন অনেক পুলিশ ও র্যাব সদস্য জেল খাটছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। যুক্তরাষ্ট্র যে সংস্কারের কথা বলছে আমরা সবসময় সেটা করছি। আমরা র্যাব আধুনিকায়ন করছি, যেটা প্রয়োজন সেটাই করছি।’
রবিবার (২ অক্টোবর) রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও-এ মানবপাচার নিয়ে এক গবেষণা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব সংস্কারের মধ্যেই আছে। র্যাবের কেউ অপরাধে যুক্ত হলে তার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, ‘র্যাব এলিট ফোর্স, আমরা বিভিন্ন সময়ে র্যাবকে বিশেষ দায়িত্ব দিয়ে থাকি। তারা তাদের নীতিমালা অনুযায়ী কাজ করে থাকে। আমাদের কাছে যে রিপোর্টটা এসেছে, আমরা তা স্টাডি করছি, যদি কারও ব্যক্তিগত ইনভলভমেন্ট থাকে সেগুলো আমরা দেখছি। আমরা চেক করে দেখছি, ভুলভ্রান্তি থাকলেও আমরা দেখছি।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাব যখন তৈরি হয় তখন তাদের ট্রেনিং দিয়েছিল যুক্তরাষ্ট্র। কাজেই আমরা মনে করি, র্যাবে যদি কোনো ভুল-ভ্রান্তি থেকে থাকে, সেগুলো আমরা সবসময় দেখি।’
এনএইচবি/এমএমএ/
