প্রত্যেক মণ্ডপে সার্বক্ষণিক আনসার থাকবে: র্যাব ডিজি

র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতীতে আমরা সব সময় পূজামণ্ডপে স্ট্যান্ডিং এ আনসার রাখতাম। গত বছর এটা করা হয়নি। আনসারদের মোবাইল পেট্রোল করা হয়েছিল। এবার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং হয় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। তখন আমি প্রস্তাব করেছিলাম, প্রত্যেকটা পূজামণ্ডপে গুরুত্ব বিবেচনায় ৪ থেকে ৭ জন করে স্ট্যান্ডিং আনসার সদস্য থাকবেন। যাতে পূজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব নেওয়ার পর শনিবার (১ অক্টোবর) প্রথম কর্মদিবসের দিনে পূজা মন্ডপে নিরাপত্তার বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব ফোর্সেস এর নবম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এসময় র্যাব ডিজি বলেন, ওই মিটিংয়ে স্ট্যান্ডিং আনসারের পাশাপাশি মোবাইল পেট্রোল রাখারও প্রস্তাব করেছিলাম। এবার র্যাব ফোর্সেস থেকেও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া মূল সাইবার প্যাট্রলিংয়ের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক মাধ্যম গুলো ফাইন্ডআউট করছি। এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এটা এক ধরনের উসকানি। অসাম্প্রদায়িক দেশে যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, একটি দুষ্কৃতকারী সংস্থা রয়ে গেছে...। কিছু দুষ্টু লোক রয়ে গেছে তারা চেষ্টা করবে। আমরা দুষ্কৃতিকারীদের সকল চেষ্টা ব্যর্থ ঘটিয়ে ছাড়বো।
তিনি বলেন, এই দেশ আমাদের, এ সমাজ আমাদের। আমরা এখানে ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি সেটা যথেষ্ট। তাছাড়া র্যাব ফোর্স যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৈরি আছে। আশা করি পূজা মন্ডপে এবার তেমন কোনো সমস্যা হবে না।
কেএম/এএস
