আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল-মামুন
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইজিপি স্যার আজ দুপুরের পর দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, আগামীকাল (১ অক্টোবর) পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, আইজিপি আজ দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়।
আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল র্যাব মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। ২ বছর ৫ মাসের বেশি সময় অত্যন্ত সফলতার সঙ্গে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কেএম/এসজি