গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গ্যাস বেলুন বিস্ফোরণে এক কনস্টেবলসহ মীরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনির দগ্ধের ঘটনা খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, ‘এ জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে (জিএমপি) নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিস্ফোরণ আমাদের মনে করিয়ে দেয় ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের অগ্নি সন্ত্রাসের কথা।’
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে সেখানে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন আইজিপি। ফেরার সময় সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেছেন, ‘এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে যা করণীয় তা করা হবে।’
গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর। তারা বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আবু হেনা রনি আমন্ত্রিত আর্টিস্ট হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে থাকা অবস্থায় একজন পুলিশ কনস্টেবলসহ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হযন রনি। দুর্ঘটনার ফলে দুজনারই মারাত্মক ইনজুরি হয়। সঙ্গে সঙ্গে আমরা তাদের হাসপাতালে নিয়ে আসি।’
এখন তারা বান ইন্সটিটিউটে ভর্তি রয়েছেন। আমি তাদের দেখতে এসেছিলাম সহকর্মীদের নিয়ে। আহতের পর থেকেই আমরা তাদের চিকিৎসার বিষয়টি তদার মনিটরিং করে আসছি।
আইজিপি বলেন, ‘তাদের স্বাস্থ্যগত চিকিৎসায় নিয়োজিত বার্ন ইনস্টিটিউটের ডা. সামন্ত লাল সেনসহ তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে দুজন আহতের চিকিৎসা করছেন।’
তিনি আরও বলেন, ‘আমি আহত রনি এবং পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। আমি মনে করি দুইজনেরই মানসিক শক্তি প্রশংসনীয়। তারা দু’জনই আল্লার রহমতে আগের তুলনায় অনেক ভালো আছেন। আমার সঙ্গে কথা বলার সময় জানিয়েছে, তারা আগের তুলনায় অনেক ভালো বোধ করছেন।’
বেনজীর আহমেদ বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আপনারা জানেন, ডা. সামন্ত লাল সেন বার্ন চিকিৎসায় উপমহাদেশের মধ্যে একজন বিশেষজ্ঞ।
আহত দুজনই আশঙ্কামুক্ত রয়েছেন দাবি করে আইজিপি বলেন, রনি ও কনস্টেবল জিল্লুর ভালো আছেন। দ্রুত তারা ভালো হয়ে উঠবেন।
সামন্ত লাল সেন জানিয়েছেন, ইতোমধ্যে তারা একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছেন। গতকাল তারা মূল্যায়ন করেছেন। আজকে তারা আবারও বসবেন।
ডা. এবং রোগীদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। ডাক্তারদের প্রতি আমরা কৃতজ্ঞ যে, তারা সর্বোচ্চ অভিজ্ঞতা ও দক্ষতায় দুজন রোগের চিকিৎসা করে যাচ্ছেন।
বেলুন বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটছে উল্লেখ করে বেনজীর বলেন, ‘দুর্ঘটনা দুর্ঘটনাই। দুর্ঘটনা ঘোষণা দিয়ে আসে না ৷’
কেএম/এমএমএ/