মাইনুদ্দিনকে চাপা দেওয়া ঘাতক বাসের সুপারভাইজার গ্রেফতার
ছবি : সংগৃহীত
রাজধানীর রামপুরায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়কে চাপা দেওয়া বাসের সুপারভাইজার মো. গোলাম রাব্বী ওরফে বিন রহমানকে (১৯) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১ ডিসেম্বর) র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে ঘাতক অনাবিল বাসের সুপারভাইজার মো. গোলাম রাব্বীকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ফারজানা হক জানান, অতিরিক্ত গতির কারণে ওই দুর্ঘটনাটি সংগঠিত হয়। দুর্ঘটনার পরে গোলাম রাব্বী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ঢাকার বাহিরে আত্মগোপনে যাওয়ার উদ্দেশ্যে সায়েদাবাদ বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন।
এর আগে, ২৯ নভেম্বর রাজধানীর রামপুরায় বাস চাপায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের নির্মম মৃত্যুর ঘটনায় ওই রাতেই ঘাতক বাসের চালকের সহযোগী চান মিয়াকে গ্রেফতার করে র্যাব।
এনএইচ/টিটি/