রানি এলিজাবেথ সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে খোলা শোক বইতে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাক্ষর করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক বার্তায়, পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন যে রানি মানব ইতিহাসে একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন এবং সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে ছিলেন।
বইটিতে স্বাক্ষর করার পর পররাষ্ট্রমন্ত্রী দুবার রানির সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। একবার ১৯৬১ সালে যখন রানি তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করেছিলেন এবং আবার ২০১০ সালে যখন রানি নিউইয়র্কে জাতিসংঘে একটি সফর করেছিলেন।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন তার সরকারি বাসভবনে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। হাইকমিশনার রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য বাসভবনে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আরইউ/আরএ/