রানি এলিজাবেথের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকার ব্রিটিশ হাইকমিশনে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকবইতে স্বাক্ষর করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন তাকে স্বাগত জানান।
গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ঢাকার ব্রিটিশ হাইকমিশনে এই শোকবই খোলা হয়। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রানির প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ঢাকার ব্রিটিশ হাইকমিশনের সৌজন্য সফরে গেলেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার রবার্ট ডিকসন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ।
আরইউ/এমএমএ/