শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৩ মাসেও মেলেনি প্রবাসী হাফিজুলের পাসপোর্ট

হাফিজুল ইসলাম। বাড়ি মেহেরপুরের সদর উপজেলার চরশ্যামনগরে। থাকতেন আফ্রিকার দেশ সিসিলিতে। প্রায় তিন মাস আগে দেশে এসেছেন পাসপোর্ট নবায়ন করার জন্য। কিন্তু আবেদন ফরম পূরণ করার দুই মাস ২৩ দিন পরও মেহেরপুর থেকে নতুন পাসপোর্ট পাননি।

নিজের পাসপোর্টের সর্বশেষ অবস্থান জানতে বড় বোন রাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে ঘুরছেন দুই দিন ধরে। তাতেও পাসপোর্টের অবস্থান জানতে পারেননি। বরং নানা ভোগান্তি আর হয়রানির শিকার হয়েছেন তারা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাপ্রকাশ কার্যালয়ে এসে সেই ভোগান্তির কথা জানিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন দুই ভাই-বোন।

হাফিজুল খুব একটা লেখাপড়া করেননি। তাই বোনকে সঙ্গে নিয়েই পাসপোর্টের জন্য দৌড়-ঝাপ করছেন। সঙ্গে থাকা রাহিমা খাতুন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘তার ভাই পাসপোর্ট নবায়ন করার জন্য দেশে আসেন। গত ২০ জুলাই তারা মেহেরপুর জেলা পাসপোর্ট অফিসে আবেদন করেন। ডেলিভারির সম্ভাব্য তারিখ ছিল ১১ আগস্ট। কিন্তু নির্ধারিত তারিখে পাসপোর্ট না পেয়ে আরও অন্তত ১০ দিন অপেক্ষা করে তারা মেহেরপুর পাসপোর্ট অফিসে যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন তাদের আবেদনটি ঢাকাতেই পাঠানো হয়নি। কি জন্য পাঠানো হয়নি সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।

রহিমা অভিযোগ করে বলেন, ‘বিষয়টি নিয়ে যেখান থেকে পাসপোর্ট ফরম পূরণ করেছেন মেহেরপুরের সাগর-সৈকত টেলিকমের মালিক শহিদুলের সঙ্গে দেখা করেন। শহিদুল পাসপোর্ট অফিসের দালালি করেন বলে অভিযোগ রয়েছে।’

তিনি রাহিমাকে বলেন, ত্রিশ হাজার টাকা দিলে পাসপোর্টের কাজ দ্রুত হয়ে যাবে। এরপর রাহিমা যান আরেক দালাল কুদ্দুসের কাছে। তিনি বলেন, ২৭ হাজার টাকা লাগবে পাসপোর্ট দ্রুত পেতে।

কিন্তু রাহিমা দালালদের কোনো টাকা দিতে পারবেন না জানিয়ে ঢাকাপ্রকাশ-কে বলেন, মেহেরপুর অফিস থেকে তাকে বলা হয়েছে পাসপোর্ট ঢাকায় চলে আসছে। এ কথা জানার পর গত রবিবার রাতে তিনি ঢাকায় আসেন। একটি হোটেলে উঠে সোমবার ও আজ মঙ্গলবার দুই দিন আগারগাঁও পাসপোর্ট অফিসে দৌড়াদৌড়ি করেছেন।

রাহিমা বলেন, ‘একবার তিন তলায় যাই তো, আরেকবার পাঁচ তলায়। সেখান থেকে আবার চার তলায়, এভাবে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে, এক কক্ষ থেকে আরেক কক্ষে দৌড়াদৌড়ি করার পর চার তলার ৪১৪ নম্বর কক্ষের একজন তাকে বলেন, রিসিটে মেহেরপুরের কর্মকর্তার স্বাক্ষর নিয়ে আসেন তাহলে পাসেপোর্ট নিতে পারবেন।’

রাহিমা ক্ষোভের সঙ্গে বলেন, ‘তার ভাই গত মাসের (আগস্ট) ২৮ তারিখে সিসিলিতে যাওয়ার কথা ছিল। কিন্তু পাসপোর্ট না পাওয়ায় আর যেতে পারেননি। এখন কবে পাসপোর্ট পাবে আর কবে যেতে পারবেন আমরা জানি না।’

রাহিমা বলেন, ‘টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। সবাই টাকা চায়। আমার ভাই যে বিদেশ থেকে দেশের জন্য টাকা পাঠাই এতে তো দেশের উপকার হয়। তাহলে প্রবাসীদেরকে কেন হয়রানির শিকার হতে হয়? আমাদের কথা শোনার কেউ নেই।’

রাহিমার অভিযোগ, মেহেরপুর পাসপোর্ট অফিসেই তার ভাইয়ের পাসেপোর্টের আবেদন পড়েছিল এক মাসের বেশি সময়। ওখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না।

জানতে চাইলে মেহেরপুর পাসপোর্ট অফিসের কর্মকর্তা মো. জাকির ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘এই পাসপোর্টের অনেক সমস্যা ছিল। আবেদনকারীর নাম, বয়স, তার পিতা ও মাতার নাম সংশোধনের বিষয় ছিল। আপনার অফিসেই আবেদনটি কেন একমাস পড়েছিল-এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

তিনি বলেন, ‘আমি ২২ আগস্ট ঢাকায় পাঠিয়েছি। সেখান থেকে কিছু বিষয়ে জানতে চেয়ে ২৪ আগস্ট সেটি ফেরত আসে। এরপর আমি ২৯ আগস্ট আবার পাঠিয়েছি।’

অভিযোগ উঠেছে, দালালদের মাধ্যমে আবেদনকারীর কাছে টাকা চেয়েছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী? এ প্রশ্ন করতেই তিনি বলেন, আপনি আমার অফিসে আসেন কথা বলব। এ কথা বলেই তিনি লাইন কেটে দেন।

প্রসঙ্গত, পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমছেই না সাধারণ সেবাগ্রহীতাদের। রাজধানী ঢাকা থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত জেলা পর্যায় পর্যন্ত ভোগান্তি পোহাচ্ছেন পাসপোর্ট করতে যাওয়া সাধারণ মানুষ। জেলা পর্যায়েও দালাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা। এই অবস্থা থেকে কবে পরিত্রাণ পাওয়া যাবে তার কোনো জবাব নেই কারও কাছে।

এনএইচবি/এমএমএ/

 

Header Ad

বাংলাদেশী রোগীর চিকিৎসা বন্ধ করলো কলকাতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অপবাদ তুলে ঘটনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেএন রায় হাসপাতাল অধিকর্তা শুভ্রাংশু ভক্ত শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশে যে ভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে সেদেশের রোগীদের সমস্ত রকম পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এর আগে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেছিলেন খ্যাতিমান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। তার পথ অনুসরণ করে এমন সিদ্ধান্ত নিল কলকাতার মানিকতলার জে এন রায় হাসপাতাল।

তারা স্পষ্ট করে জানিয়েছে, দেশের ওপরে কিছু নেই। তাই আপাতত জে এন রায় হাসপাতালে বাংলাদেশি রোগীদের সব রকম চিকিৎসা বন্ধ থাকবে।

সবার ওপরে দেশ উল্লেখ্য করে জেএন রায় হাসপাতাল অধিকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, ‘সবার ওপরে দেশ। দেশের ওপরে কিছু হতে পারে না। চিকিৎসা একটি মহান পেশা। কিন্তু দেশের মর্যাদা সবার ওপরে। যেভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে, তার প্রতিবাদ করে অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানেরও এই পথে হাঁটা উচিত।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে চিকিৎসক ইন্দ্রনীল সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তা-ই করবেন।’

এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই দাবি জানান রাজ্যের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

Header Ad

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

ছবি: সংগৃহীত

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমানের সকালে ৮টা ২০ মিনিটের বিজি ২০১ নম্বর ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব।

জানা যায়, লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন

Header Ad

‘সাইফুলকে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোষররাই হত্যা করেছে’

ছবি: সংগৃহীত

ইসকনের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের গুন্ডারাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুন করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৯/১১/২০২৪) বিকেলে নগরীর সিআরবির শিরীষতলায় এক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকনের ব্যানারে আওয়ামী লীগের গুন্ডারা ও ইসকনের লোকজন তাকে হত্যা করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা ক্ষেপে হামলা করে। আর যাতে এর ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে।’

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা খেপে হামলা করেন। যাতে হামলার ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে। আমরা দেখলাম, রয়টার্সের মতো সংবাদমাধ্যমে সংবাদ ছাপা হয়েছে যে চিন্ময় দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। বাংলাদেশের ভাবমূর্তিকে পশ্চিমা দেশের কাছে এমনভাবে হাজির করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী এখানে নিরাপদ নয়।

আওয়ামী লীগ অভ্যুত্থানকে ও সরকারকে ধ্বংস করতে চায় উল্লেথ্য করে জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছেন। চট্টগ্রামে কোনো হামলা হতে দেননি। এ যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডাবাহিনী নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর, দেশি-বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এ সরকারকে ধ্বংস করতে চায়। তারা পশ্চিমাদের কাছে প্রমাণ কতে চায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী বাংলাদেশে নিরাপদ নয়।’

Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশী রোগীর চিকিৎসা বন্ধ করলো কলকাতা
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব
‘সাইফুলকে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোষররাই হত্যা করেছে’
শাহজালাল বিমানবন্দরে ১২ টি স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক
সিরিজ রক্ষার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি
গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে একজন নিহত
ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা
বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি
কারাগারে ডিভিশন পাননি চিন্ময়, খেতে দেওয়া হচ্ছে নিরামিষ
আওয়ামী লীগ শাসনামলে বছরে পাচার হয়েছে ১৪ বিলিয়ন ডলার
পরিবর্তন হচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম
পূর্ণিমার প্রথম স্বামী কিবরিয়াকে বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া
‘আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়া হচ্ছে’
ইসকনের নামে আওয়ামী লীগ নতুন করে আসার চেষ্টা করছে: হেফাজতে ইসলাম
ঢাকায় আজ মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
বিক্ষোভের দায়ে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আসিফ নজরুল
গাইবান্ধায় তিন বিএনপি নেতার পদ স্থগিত