ওষুধ কোম্পানিকে ডাকবে সংসদীয় কমিটি
ঔষধ শিল্প পার্ক স্থাপনের লক্ষ্যে ওষুধ কোম্পানিগুলোকে জমি বরাদ্দ দিয়েছিল সরকার। প্লট বরাদ্দ পেয়েও কারখানা না করায় ওই সকল কোম্পানিকে তলব করবে সংসদীয় কমিটি। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, দেশে যে সকল ওষুধ প্রস্তুত হয় তার ৯৫ ভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। সরকারিভাবে গজারিয়াতে ঔষধ শিল্প পার্ক স্থাপন করে বিভিন্ন ওষুধ কোম্পানিকে প্লট/জমি বরাদ্দ করা হলেও সেখানে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ওষুধ কারখানা গড়ে উঠেনি এবং সেখানে ঔষধ তৈরির কাজও শুরু হয়নি।
বিষয়টি নিয়ে যে সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানী ওষুধ তৈরির কারখানা করার জন্য সরকারিভাবে গজারিয়ায় জমি বরাদ্দ নিয়ে এখনও ঔষধ তৈরি করছে না তা কমিটিকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিগণকে পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন সদস্য আ. ফ. ম রুহুল হক।
একইভাবে কমিটির সদস্য মো. আব্দুল আজিজও উল্লিখিত বিষয়ে সদস্য আ. ফ. ম রুহুল হকের সাথে একমত পোষণ করেন এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারীর সাথে আলোচনা করার জন্য পরবর্তী সময়ে কমিটির বৈঠকে তাদের আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন।
সংসদীয় কমিটিতে উত্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।
এসএম/এএস