ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরে অগ্নিনির্বাপক মহড়া
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরের উদ্যোগে ও ঢাকার ফায়ার সার্ভিসের সার্বিক সহায়তায় বনশ্রী সদরদপ্তর মাঠে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. হাসান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নিনির্বাপনের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।
এসময় ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি মো. ইলিয়াছ শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত প্রধানের নেতৃত্বে ও ঢাকার ফায়ার সার্ভিসের সহায়তায় ১০ জন ফায়ার ফাইটার ও ৬০ জন ট্যুরিস্ট পুলিশ সদস্য যেকোনো স্থানে গ্যাস সিলিন্ডারসহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কীভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নিনির্বাপক মহড়াটি করেন।
অগ্নিনির্বাপন মহড়া শেষে প্রধান অতিথি ডিআইজি বলেন, প্রতিবছর আমাদের এখানে একটা মহড়া হয়। সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস তারা যে কাজ করেন সেটাই এখানে (মহড়ায়) দেখি। এ মহড়াটা তাদের। মহড়ার পেছনে যে মহড়া আছে সেটা তাদের তত্ত্বাবধানে হয়। তারা জানেন আমাদের পরিকল্পনা।
তিনি আরও বলেন, বহুতল ভবনে আগুন লাগলে কি হবে আমরা তো দেখছি না। সেটা ভয়াবহ হতে পারে। আমরা চর্চা রাখছি।
এসময় ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখার প্রধান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আমরা সাধারণত ফায়ার সার্ভিস থেকে আশাকরি উদ্ধার তৎপরতা কীভাবে করা যায়। আমাদের হাইডেন পিলার/হাইডেন পাইপ দিয়ে পানি নেভানো সম্ভব। ফায়ার সার্ভিসের কাজ হিডেন (দৃষ্টির আড়ালে থাকা) পিলার/হিডেন পাইপ ঠিক আছে কিনা পরীক্ষা করা। আমাদের ভুলভ্রান্তি থাকলে দেখিয়ে দেওয়া ও গাইড করা। যাতে আমরাও প্রস্তুত থাকি ফায়ার ফাইটিং করার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতি. ডিআইজি, পুলিশ সুপারসহ সব পদ মর্যদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
কেএম/আরএ/