মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত এক অভিযানে ১৬৫ জন বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে শহরের মেদান ইম্বির একটি বাণিজ্যিক এলাকায় এই অভিযান চালানো হয়।
এই যৌথ অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের মোট ১৮৫ জন কর্মকর্তা অংশ নেন। এছাড়াও জাতীয় নিবন্ধন বিভাগসহ অন্যান্য সরকারি সংস্থার সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস জানায়, আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছিলেন সবচেয়ে বেশি—১৬৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১২৪ জন ছিলেন নেপালি। এছাড়া মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অভিবাসীদের আটক করা হয়েছে। অভিযান থেকে ৫৮ জন নারী অভিবাসীকেও আটক করা হয়। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি নারী ছিলেন না।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবান সংবাদ সম্মেলনে জানান, অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির কাগজপত্র যাচাই করা হয়েছে। তাদের মধ্যে ৭৪৯ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ১৪৬ জন স্থানীয়। যাচাই-বাছাই শেষে ৫০৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে অনেক অভিবাসী নিজেকে আড়াল করতে ঘর, টয়লেট, স্টোররুমসহ বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত মেয়াদে অবস্থান, জাল কার্ড ব্যবহার ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
অভিবাসন বিভাগ জানিয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। বিদেশি কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন বৈধ কাগজপত্র সঙ্গে রাখেন এবং দেশের অভিবাসন আইন মেনে চলেন।