সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘আমি নেব ৩০০ ভেতরে দেব ১২০০’

রহিমা বেগম ও হাজেরা খাতুন (ছদ্ম নাম)। তারা দুজনেই যাবেন জর্ডান। তাই জরুরি ভিত্তিতে দুটি পাসপোর্টের জন্য পৃথক পৃথক ফাইল হাতে নিয়ে ঘুরছেন তারা।

পাসপোর্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখা যায়, রহিমা ও হাজেরার সঙ্গে কথা বলছেন। তারা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের মধ্যে কানে কানে কথা বলছিলেন। ওই সময় ওই দুই নারী জরুরি ভিত্তিতে তাদের পাসপোর্ট করার কথা জানান ওই ব্যক্তিকে।

এক পর্যায়ে মধ্য বয়সী মামুন নামের ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলছিলেন কারও সঙ্গে। ওই পাশে কে আছেন চিনতে না পারলেও বোঝা যাচ্ছে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা। তিনি বলছেন, ‘ভাই দুইটা ফাইল আছে নতুন। দুইটা ৫ হাজার টাকা নিছি। কাজটা করে দেন।’

তার এই কথার সূত্র ধরে রহিমা বেগম ও হাজেরা খাতুনের সঙ্গে কথা হয়। তারা জানান, আমরা আজকেই পাসপোর্টের ফাইল পুরণ করেছি, আজকেই জমা দেব। দুই পাসপোর্টর জন্য ওনাকে ৫ হাজার টাকা দিয়েছি। ভেতরে শুধু জমা দেওয়ার ব্যবস্থা করে দেবে তার জন্য এই ৫ হাজার টাকা।

রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরের একটি খণ্ড চিত্র হচ্ছে এটি। রহিমা ও হাজেরাদের মতো বহু মানুষ প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এই পাসপোর্ট অফিসে ধরনা দিচ্ছেন পাসপোর্ট অফিসে দালালদের কাছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকাপ্রকাশ-এর পক্ষ থেকে সরেজমিন আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে মানুষের ভোগান্তি, অনিয়ম, অর্থের লেনদেনসহ এমন অসংখ্য চিত্র পান ঢাকাপ্রকাশ-এর রিপোর্টাররা।

চাকরির জন্য বিদেশ যাওয়া, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ নানান কাজে পাসপোর্ট খুবই জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা। কিন্তু এই সেবা পেতেই মানুষের গলদঘর্ম অবস্থা। জরুরি এই সেবাটি পেতে পদে পদে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তবে সেই ভোগান্তির একটা সহজ সমাধান হচ্ছে টাকা। পাসপোর্ট অফিসে টাকায় সব সমাধান পাওয়া যায়।

দুপুরে রনি নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় পাসপোর্ট অফিসের সামনে। তিনি পাসপোর্ট অফিসে দূতিয়ালির কাজ করেন। রনি নিজেই জিজ্ঞেস করেন পাসপোর্ট করাবেন নাকি? জবাবে হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে বলে ওঠেন নতুন পাসপোর্ট নাকি নবায়ন। নবায়নের কথা শুনে রনির জবাব ১৫০০ টাকা দিলে আমি জমা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি।

রনির সঙ্গে দীর্ঘ আলাপের পর জানা যায় এই ১৫০০ টাকার ভাগ ভেতরের কর্তারাও পান। তিনি জানান, আপনার কাছ থেকে যে ১৫০০ টাকা নেব সেই টাকার ১২০০ টাকা দিতে হবে ভেতরে, আমি পাব মাত্র ৩০০ টাকা।

অনলাইনে পাসপোর্ট জমার তারিখ পেতে তো অনেক সময় লাগে। দুই মাস পরে তারিখ দেয়। তাহলে আপনি কিভাবে আজকে দেবেন? জানতে চাইলে রনি বলেন, ‘ডেট টেট কিছু নাই। তারিখ সব বুকড করা। আমরা টাকা দিয়ে তারিখ বুকড করে রেখেছি। আপনার টাকা নেওয়ার পর যদি কাজ না করতে পারি ডাবল টাকা জরিমানা দেব।’

তিনি বলেন, ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি যে সকল পাসপোর্ট সেগুলোর ব্যাংকে টাকা জমা দিলে আজকেই জমা দেওয়ার ব্যবস্থা করে দেব। আর যদি নরমাল হয় তাহলে কালকের তারিখে জমা দিতে পারবেন। কোন ঝামেলা হবে না।’

শুধু রনি না। এরকম আরও অন্তত ১০ থেকে ১২ জন আছেন যারা লাইনের পাশে এসে জানতে চাইছেন, ভাই পাসপোর্ট করাবেন? আপা পাসপোর্ট করাবেন? আজকেই জমার দেওয়ার ব্যবস্থা করে দেব।

পাসপোর্ট অফিসের ভোগান্তি পদে পদে। মোস্তাক নামের এক যুবক সুপার এক্সপ্রেস ডেলিভারিতে টাকা জমা দিয়ে পাসপোর্ট নবায়ন করতে দিয়েছিলেন। তার বাড়ি রংপুর। মঙ্গলবার পাসপোর্ট অফিসের সামনে দেখা হয় মোস্তাকের সঙ্গে।

তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট নিতে ৮ হাজার ৬২৫ টাকা জমা দিয়েছি। আজ ২৩ আগস্ট ডেলিভারি ডেট। তথ্যকেন্দ্রে জানতে চাইলাম। তারা আমার রিসিট নিয়ে চেক করে লিখে দিলেন এসএমএস আসেনি। অর্থাৎ তার মোবাইল ফোনে পাসপোর্ট সংগ্রহের কোনো এসএমএস না যাওয়ায় নির্ধারিত তারিখে মেলেনি পাসপোর্ট।

মোস্তাক ঢাকাপ্রকাশ-কে বলেন, আমি রংপুর থেকে এসেছি। কারণ, সেখানে পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারি হলেও ৯ দিন সময় লাগে। আমি কোরিয়া যাওয়ার জন্য ২৬ আগস্ট রেজিস্ট্রেশন করব। আজ বা কালকের মধ্যে পাসপোর্ট না পেলে রেজিস্ট্রেশন করা মুশকিল হয়ে যাবে।

এসব অভিযোগের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আপনি তথ্য প্রমাণ দেন। আমার অফিসে যদি কেউ এই ধরণের কাজে জড়িত থাকে শাস্তি দেব। যে ব্যক্তি টাকা চেয়েছে তার ছবি ও বক্তব্য দিলে তাকে ধরে এর সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করব।’

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। সোমবার (১০ মার্চ) অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এনআইডিতে প্রচুর সংশোধনের আবেদন আসছে জানিয়ে হুমায়ূন কবীর বলেন, ‘এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি, তাদের ডাকনাম সেখানে পাচ্ছি না। এ জন্য এগুলোর সমাধানও করতে পারছি না।’

তিনি বলেন, ‘এ জন্য কাল আমরা এটা নিয়ে বসেছিলাম। তখন আমাদের আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে আমরা যদি, বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে, অফিশিয়াল নাম বা আসল নাম বলে। এ ক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারে তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।’

এনআইডির মহাপরিচালক বলেন, ‘আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডেটাবেইসে অন্তর্ভুক্ত করতে। আমরা এই তো সুয়োমটো করতে পারি না। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারো থাকে তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নিই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। এ জন্য দুই নম্বর ফরমে এটা রাখা যায় কি না এটা নিয়ে আলোচনা করেছি।’

হুমায়ূন কবীর জানান, নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে।

Header Ad
Header Ad

হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা

জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

কথা বললে মামলার সংখ্যা ও রিমান্ড বাড়তে থাকে। কথা বলে কী লাভ? আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে এসব অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন।

এদিন দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পলককে দুপুর ১২টার পর কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সেখান থেকে দুপুর পৌনে ২টার দিকে প্রিজনভ্যানে তাকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়।

প্রিজনভ্যানে থাকা অবস্থায় লোহার জানালার কাছে গিয়ে হাতের ইশারায় হাসিমুখে সালাম দেন পলক। এরপর উপস্থিত সাংবাদিকদের বলেন, কথা বললে মামলা ও রিমান্ডের সংখ্যা বাড়তে থাকে। কথা বলে কি লাভ? আমার জন্য দোয়া করবেন।

কিছুক্ষণ পরে প্রিজনভ্যানের মধ্যে এক পুলিশ সদস্য ওঠে পলককে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে দেন। এরপর তাকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়।

হাজতখানায় নেওয়ার পথে পলক আবারও বলেন, কথা বললে মামলা ও রিমান্ডের সংখ্যা বাড়তে থাকে। পেছনে হ্যান্ডকাপও দেওয়া হয়। কথা বলার অধিকার কি আমাদের আছে? এখন পর্যন্ত আমাকে ৭৮ মামলার আসামি করা হয়েছে।

পলকের আইনজীবী ফারজানা ইসলাম রাখি জানান, আজকে দুদকের মামলায় পলকের হাজিরার জন্য দিন ধার্য ছিল। এজন্য তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালত আনা হয়েছে।

পলক কোনও ডিভিশন পাচ্ছেন না অভিযোগ করে এই আইনজীবী বলেন, কাশিমপুর কারাগারের চার নম্বর সেলে তাকে হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে। কোনও প্রকার ডিভিশন দেওয়া হচ্ছে না। তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ পর্যন্তও করতে দেওয়া হচ্ছে না। সাধারণ কয়েদিদের মতো করে তাকে রাখা হচ্ছে। দেশের খবর জানার জন্য অখ্যাত চারটি পত্রিকা তাকে দেওয়া হয়। জাতীয় কোনও পত্রিকা দেওয়া হচ্ছে না। মূলত সেখানে ডিভিশনের ব্যবস্থা নেই বলে জানান তিনি।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১২ ডিসেম্বর জুনাইদ আহমেদ এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার তথ্য অনুযায়ী, জুনায়েদ আহমেদ পলকের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা তুলে নেওয়া হয়। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ লেনদেন হয়েছে।

Header Ad
Header Ad

দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার

নিজ দলের নেতাকে হত্যার অভিযোগে দল থেকে বহিষ্কার চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সেক্রেটারি আবুল হোসের টোটন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (মল্লিক) খুনের ঘটনায় অভিযুক্ত দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) রাতে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন- তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (টোটন) ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, তদন্তে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্রের আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হলো।

জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খুনের ঘটনায় এই তিন নেতার নাম প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের নেতাদের সম্মতিক্রমে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আরও যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, তাদের বিষয়েও তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিসিবি ও ভিজিএফের চালের কার্ড নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলামের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। শনিবার সকালে বিষয়টি মীমাংসার কথা বলে রফিককে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর ইউনিয়ন বিএনপির নেতাসহ তাদের সহযোগীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে রফিককে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন দর্শনা থানায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা
দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন
শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম