রাশিয়া থেকে তেল কিনতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতসহ অনেকে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনলে বাংলাদেশ কেন পারবে না। তাই চাহিদা মেটাতে রাশিয়া থেকে তেল কেনার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ আগষ্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বিশ্বে জ্বালানির সমস্যা সব জায়গায়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সভায় প্রশ্ন তুলে বলেছেন, অন্য রাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে পারলে বাংলাদেশ কেন পারবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্ব বাজারে জ্বালানীর দাম কমছে। এটা আমরাও সমন্বয় করব। বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। কারণ, তেলের কারণে চাল, পানি, গমসহ অনেকে জিনিসের দাম বেড়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। কিন্তু দেশে লোডশেডিংও হচ্ছে। এতে মানুষের কষ্ট হচ্ছে। তা লাঘবের চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘আশা করি আগামী মাসে এই সমস্যার সমাধান হয়ে যাবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চলতি বছরের শুরু থেকেই বাড়ছিল। দেশে জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে বেশি খরচ হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে সরকারকে। বিশ্বব্যাংক ও আইএমএফও মন্দার আভাস দিয়েছে। আমরাও এর বাইরে নেই। এ জন্য অহেতুক ব্যয় বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
জেডএ/এমএমএ/