হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুইজন বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে এবার হজ করতে গিয়ে ১০ জন বাংলাদেশির মৃত্যু হলো।
শনিবার (২ জুলাই) হাজী ক্যাম্পে অবস্থিত সৌদিআরবের হেল্প ডেস্কের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার ঢাকার তপন খন্দকার (৬১) নামে একজন মারা যান। এর আগেরদিন বৃহস্পতিবার মারা যান সিরাজগঞ্জের রফিকুল ইসলাম (৪৭)।
মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
বাংলাদেশ থেকে এ বছর সরকারিভাবে ৪ হাজার ১১৫ জন এবং বেসরকারিভাবে ৫৫ হাজার ৮৮৫ জন হজ করার সুযোগ পাচ্ছেন।
প্রসঙ্গত, ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। বাংলাদেশিদের নিয়ে ফিরতি শেষ ফ্লাইট ৪ আগস্ট।
কেএম/আরএ/