বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাড়া পুন:নির্ধারণ করল বিআরটিএ
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ রুটে বাসের ভাড়া পুন:নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকার পোস্তাগোলা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে আজ (শুক্রবার,১ জুলাই) থেকে টোল আদায় শুরু হওয়ায় নতুন ভাড়া নির্ধারণ করল বিআরটিএ।
দূরত্ব ও বাসের আসন অনুযায়ী নতুন ভাড়ার তালিকা তৈরি করে বৃহস্পতিবার তালিকা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার বিআরটিএ থেকে দেওয়া ভাড়া পুন:নির্ধারণ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বিআরটিএ অনুমোদিত এসব রুটে পদ্মা বহুমুখী সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে নির্ধারিত টোল এবং ফেরি ভাড়া সংযোজনের পর নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
পুন:নির্ধারিত তালিকা অনুযায়ি ৪০ আসনের একটি বাসে ঢাকা থেকে বরিশাল রুটে যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা করা হয়েছে। গত ৯ জুন এ ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৪১২ টাকা। অর্থাৎ জনপ্রতি বৃদ্ধি পেয়েছে ৪২ টাকা। আর ফেরিতে চলার সময় ঢাকা থেকে বরিশাল বাস ভাড়া ছিল ৪০২ টাকা।
একইভাবে ঢাকা-গোপালগঞ্জ ৪২৩ টাকা, ঢাকা-খুলনা ৫৭৫ টাকা, ঢাকা-শরীয়তপুর ২৫৭ টাকা, ঢাকা-পিরোজপুর ভায়া বরিশাল ৫৮০ টাকা, ঢাকা-পিরোজপুর ভায়া বাগেরহাট ৬১৯ টাকা, ঢাকা-পটুয়াখালী ৫৬১ টাকা, ঢাকা-মাদারীপুর ৩৪৪ টাকা, ঢাকা-সাতক্ষীরা ৬৮৯ টাকা, ঢাকা-ফরিদপুর ৩২৩ টাকা, ঢাকা-শরীয়তপুর ভায়া বাবুবাজার ব্রিজ ২৫৭ টাকা, ঢাকা-কুয়াকাটা ৭৬৭ টাকা, কক্সবাজার-বরিশাল ১৩৮৮ টাকা, চট্টগ্রাম-খুলনা ১১৯২ টাকা এবং চট্টগ্রাম-বরগুনা ১২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ি ৫১ আসনের বাসে ঢাকা-বরিশাল রুটের ভাড়া হবে ৩৫৬ টাকা। ঢাকা-গোপালগঞ্জ ৩৩২ টাকা, ঢাকা-খুলনা ৪৫৬ টাকা, ঢাকা-শরীয়তপুর ২১১ টাকা, ঢাকা-পিরোজপুর ভায়া বরিশাল ৪৫৫ টাকা, ঢাকা-পিরোজপুর ভায়া বাগেরহাট ৪৮৬ টাকা, ঢাকা-পটুয়াখালী ৪৪০ টাকা, ঢাকা-মাদারীপুর ২৭০ টাকা, ঢাকা-সাতক্ষীরা ৫৪১ টাকা, ঢাকা-ফরিদপুর ২৫৩ টাকা, ঢাকা-শরীয়তপুর ভায়া বাবুবাজার ব্রিজ ২০১ টাকা, ঢাকা-কুয়াকাটা ৬০১ টাকা, কক্সবাজার-বরিশাল ১০৮৯ টাকা, চট্টগ্রাম-খুলনা ৯৩৫ টাকা এবং চট্টগ্রাম-বরগুনা রুটে ১০০৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে চলাচলকারী বাসের ভাড়ার সঙ্গে আরও বাড়তি টাকা যোগ হবে। এক্ষেত্রে ৪০ আসনের বাসে আরও ৯ টাকা এবং ৫১ আসনের বাসে আরও ৬ টাকা ৭২ পয়সা বেশি ভাড়া দিতে হবে।
এনএইচবি/এএজেড