এন্টিটেররিজম ইউনিটের ডিআইজি হলেন মনিরুজ্জামান
এন্টিটেররিজম ইউনিটের ডিআইজি হিসাবে পদায়ন হলেন মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুন) জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এন্টিটেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে পদায়ন হয়ে আইজিপি এবং সংশ্লিষ্ট সকলকে তার উপর আস্থা রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশের পবিত্র মাটি থেকে জঙ্গিবাদ, সহিংস উগ্রপন্থা এবং যেকোন ধরনের সন্ত্রাস ও সাইবার অপরাধ সহ অর্গানাইজড অপরাধ দমনে সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে যেন কাজ করতে পারি এবং আমার উপর কর্তৃপক্ষের আস্থার মর্যাদা যেন রাখতে পারি সকলের কাছে সেই দোয়া চাই।
এন্টিটেররিজম ইউনিট সম্পর্কে মনিরুজ্জামান বলেন, এটিইউ'র জন্মলগ্ন থেকেই এ সংগঠনের সঙ্গে আছি, ধীরে ধীরে আমার প্রাণপ্রিয় এ সংগঠনটি বিশ্বমানের একটি উগ্রবাদ বিরোধী পুলিশ ইউনিট হিসাবে দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতিক হয়ে উঠছে এটিই পরম প্রাপ্তি। পরম করুনাময় আমাদের সকলের সহায় হোন।
কেএম/এএস