পদ্মা সেতুতে চতুর্থ দিনে টোল আদায় এক কোটি ৯২ লাখ টাকা
চতুর্থ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। আর যানবাহন পারাপার হয়েছে ১৪ হাজার। বৃহস্পতিবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছেন, পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি জানান, পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে কোনো রকম বিরতি ছাড়া। গত ২৪ ঘণ্টার এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।
পদ্মা সেতু উদ্বোধনের পর গত ২৬ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর প্রথম ২৪ ঘণ্টায় টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। ওই দিন সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। দ্বিতীয় দিন টোল আদায় হয় এক কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা। যানবাহন পারাপার হয় ১৫ হাজার ৪২৯টি। তৃতীয় দিনে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হয় ১৪ হাজার ৪৯৩টি। আর টোল আদায় হয় এক কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা।
এনএইচবি/