সেতু তুমি কোন থানার?
পদ্মা সেতুতে কোনো দূর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে পদ্মা পাড়ের কোন থানা? এ প্রশ্ন এখন অনেকের মুখেই। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে পদ্মা সেতু পড়ছে ২ থানার মধ্যে। একটি হলো পদ্মা উত্তর থানা আরেকটি হলো পদ্মা দক্ষিণ থানা। তবে সংশ্লিষ্ট সূত্রানুসারে, এটি শুধু ২ থানার মধ্যে সীমাবদ্ধ নয় এর মধ্যে কিছু অংশ আবার শিবচর থানার আওতাধীন।
জানা যায়, দুই প্রান্তে নতুন দুটি থানা হলেও সেতুর মাঝখানের ২ দশমিক ৪০ কিলোমিটার সড়কপথ তাদের আওতার বাইরেই রয়ে গেছে। এটি প্রায় ২২ কিলোমিটার দূরে মাদারীপুরের শিবচর থানার মধ্যে পড়ায় দায়িত্ব বন্টন ও পালনে দেখা দিয়েছে জটিলতা। এ বিষয়ে সাধারণ মানুষ পরিষ্কার তথ্য চায়।
পদ্মা সেতুতে দিনরাত চলাচল করছে শত শত যানবাহন। এতে সেতুর সড়কে নানা ঘটনাও ঘটছে। এসব বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেতুর দুই প্রান্তে দুটি নতুন থানা চালু করা হয়।
দুটি করে ইউনিয়ন সীমানা ভাগ করে মাওয়া প্রান্তের পদ্মা উত্তর থানার আওতায় পড়েছে সেতুর ১ নম্বর থেকে ১৬ নম্বর খুঁটি পর্যন্ত দুই হাজার ৪০০ মিটার। সেতুর জাজিরা প্রান্তের পদ্মা দক্ষিণ থানার আওতায় পড়েছে ৩৩ থেকে ৪২ নম্বর খুঁটি পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার। কিন্তু সেতুর মাঝখানের ১৭ থেকে ৩২ পর্যন্ত খুঁটির ২ হাজার ৪০০ মিটারের দায়িত্ব দুই থানার আওতায় পড়েনি।
সংশ্লিষ্ট তথ্য বলছে, নদীর মাঝখানের এলাকাটি পড়েছে মাদারীপুরের শিবচর থানার আওতায়। কিন্তু শিবচর থানা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দূরত্ব ১৮ কিলোমিটার। এরপর দক্ষিণ থানার এলাকা অতিক্রম করে সেতুর ৩২ থেকে ১৭ নম্বর খুঁটির আইনশৃঙ্খলা দেখা শিবচরের জন্য কঠিন চ্যালেঞ্জের।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশ ছাড়াও সেতুর নিরাপত্তায় সেনাবাহিনী, রেল পুলিশ, র্যাব এবং সেতুর নিচে পদ্মায় সেনাবাহিনীর নৌ ইউনিট, কোস্টগার্ড ও নৌপুলিশ রয়েছে। তবে সেতুর আইনশৃঙ্খলা সংক্রান্ত মামলার বিষয়টি দেখবে থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুমন দেব (অপরাধ) বলেন, প্রধানমন্ত্রী দুই থানা উপহার দিয়েছেন। আমি নিজে এই দুই থানার উদ্বোধনে ছিলাম। এখান থেকে আমরা অবশ্যই শতভাগ চেষ্টা করব কোনো মানুষই যেন আমাদের সেবা থেকে বঞ্চিত না হয়।
জানা যায়, সেতু চালুর দিনই মাঝপথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়। এতে দুর্ঘটনাস্থল কোনো থানার আওতাধীন, তা নিয়ে সময়ক্ষেপণ হয়। সেতুর উত্তর ও দক্ষিণ উভয় থানা বলছে, সীমানার বাইরে যাওয়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনাটি পদ্মা উত্তর থানার প্রথম অপমৃত্যু মামলা।
এ বিষয়ে জানতে চাইলে (মুন্সীগঞ্জ) পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পদ্মা সেতুতে ২ জনের মৃত্যুর ঘটনায় তারা নিজেরাই ওভারড্রাইভ করে দুর্ঘটনা ঘটে এতে করে, ঢাকা মেডিকেলে মারা যায় তারা। পরবর্তীতে এই মামলাটি তার আত্মীয়স্বজনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রুজু করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে (শরীয়তপুর) পদ্মা দক্ষিণ থানার শেখ মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের থানার মধ্যে ৩৩নং খুঁটি থেকে ৪২নং খুঁটি পর্যন্ত জায়গার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে বা আইনশৃঙ্খলা সংক্রান্ত যেসব ঘটনা ঘটবে বা ঘটে থাকবে সেগুলো আমাদের এই থানার মধ্যে পড়েছে।
কেএম/এএস