পদ্মা সেতুর নিরাপত্তায় সজাগ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু করা হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, মোটরসাইকেলের সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমাদের সেতু বিভাগ চিন্তাভাবনা করছে এবং অন্যান্য সংস্থাও এটা নিয়ে আলোচনা করছে।
পদ্মা সেতুর দুই পাড়ে দুটি নতুন থানা স্থাপন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। আমরা সব সময়ই সজাগ রয়েছি, যাতে কোনো নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্যামেরা বসানো আছে, সব নজরদারিতে আছে।
এসএন