বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পদ্মা পার হতে আতঙ্কে আছি নদীতে ফেলে দেবে কিনা: হারুনুর রশীদ

বিএনপি নেতাদের পদ্মা সেতু পার না হওয়ার বিষয়ে সরকারি দলের এমপিদের বক্তব্যের জবাবে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘পদ্মা পার হতে আমি আতঙ্কে আছি, ওখানে পার হতে যেয়ে আমাকে ডুবিয়ে দেবে কি-না? ফেলে দেবে কি না নদীতে। এটা তো আমি ভয়ের মধ্যে আছি।’

রবিবার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত দিলো। এখানে প্রায় এক-আধ‘শ জন পদ্মা ব্রিজ নিয়ে বক্তব্য দিয়েছেন। আজকেও শাজাহান খান বললেন, পদ্মা ব্রিজে উঠবেন না। মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছেন আর একজন সদস্য বলছেন পদ্মা ব্রিজে উঠবেন না। আমি কি করবো? এখানে পাশে বড় ভাই কাজী ফিরোজ রশীদ আছেন, নিক্সন চৌধুরী কয়েকদিন আগে দাওয়াত দিল যে উদ্বোধনের পর আমাদের বাড়িতে যাবেন। একদিকে দাওয়াত দিবেন, ওদিকে আপনি ভয় দেখাবেন, আমি তো আতঙ্কে আছি ওখানে পার হতে যেয়ে আমাকে ডুবিয়ে দেবে কি-না? ফেলে দেবে কি না নদীতে। এটা তো আমি ভয়ের মধ্যে আছি।

তিনি বলেন, পদ্মা সেতু এটা আমাদের জন্য গৌরবের। এটা নিয়ে তীর্যক মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিএনপির মন খারাপ, বুকে বড় জ্বালা।’ আমাদের মন খারাপ না। আমাদের মন খারাপ কেন হবে? আমরা আনন্দে আছি। আমাদের মন খারাপ হচ্ছে আমরা মুজিবর্ষ পালন করলাম আমরা পদ্মা ব্রিজ উদ্বোধন করলাম কিন্তু দেশে যে গুম ও খুনের সংস্কৃতি চালু হয়েছে, আমরা এখান থেকে কি বের হতে পারবো। ভোটের অধিকার হারিয়ে ফেলেছি সেটাকি পুন: প্রতিষ্ঠা করতে পারবো? প্রধানমন্ত্রীকে বলবো ওই দিকে দৃষ্টি দেন ওই দিকে নজর দেন। যতই পদ্মা ব্রিজের স্বপ্ন দেখান মানুষের পেটে খাদ্য চাই।

হারুনুর রশীদ বলেন, কোভিড থেকে এখনও আমরা মুক্ত হইনি। এরকম একটা পরিস্থিতিতে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেছেন। বড় চ্যালেঞ্জ প্রতিনিয়ত আমদানি ব্যয় বাড়ছে আয় কমছে রপ্তানি মূল্যস্ফিতি বেড়ে চলেছে। ঋণের সুধ পরিশোধে ব্যয় করবো প্রায় ৮০ হাজার কোটি টাকার উপর। যা তিনটি পদ্মা সেতু ব্রিজ নির্মাণের কাছাকাছি। ব্যাপক ঋণ নির্ভর বাজেট স্বনির্ভর অর্থনীতি থেকে বৈদেশিক ঋণ নির্ভর বাজেটের দিকে ধাবিত হচ্ছি।

শিক্ষা খাত নিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। প্রাথমিক শিক্ষায় সারাদেশে ব্যয় প্রায় ৩২ হাজার কোটি টাকা। সারাদেশে ৬০ হাজারের অধিক সরকারি স্কুলে ৩০ শতাংশ স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে কোন শিক্ষা কার্যক্রম নাই। এটি একটি ভয়াবহ সংকট এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আউট সোর্সিয়ের মাধ্যমে হোক শিক্ষক স্বল্পতা দূর করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরও বেহাল অবস্থা। এ বছর সোয়া ২ লাখের অধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসছে না। বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী ঝরে পড়েছে। উচ্চ শিক্ষার মান সত্যি খারাপ। বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষাঙ্গনে অত্যান্ত খারাপ অবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিদায় নিচ্ছেন তাদের প্রশংসা দিয়ে সুন্দরভাবে বিদায় দিতে পারছি না পুলিশ পহাড়ায় বিদায় হতে হচ্ছে।

স্বাস্থ্যখাত নিয়ে বলেন, স্বাস্থ্যের এতো বেহাল অবস্থা। নিয়োগ ভর্তি কেনা কাটায় বাণিজ্যে দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে। জনবল সংকট দ্রুত নিরসন করতে হবে। সরকারি বেসরকারি চিকিৎসা ব্যবস্থাকে আলাদা করতে হবে।

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনাকে কোষাগার রক্ষা করতে হবে। কি আইন করবেন কি যন্ত্রপাতি লাগবে কি প্রাতিষ্ঠানিক শক্তি লাগবে আপনি করেন। বাজেটে টাকা লাগলে টাকা বাড়ান। হাজার হাজার কোটি টাকা আপনার প্রতিষ্ঠান থেকে লুটপাট হয়ে যাচ্ছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? এটা হতে পারে না।

পাচারকৃত টাকা ফেরাতে ৭ শতাংশ রিটার্ণ জমার প্রস্তাবকে বিরোধীতা করে বলেন, এটা করবেন না। এতে টাকা আসবে না বদনাম হবে। আইন সংশোধন না করে এটা করলে লাভ হবে না। টাকা আনলেই দুদক মামলা দেবে জেলে যেতে হবে।এটা অবশ্যই বন্ধ করতে হবে।

এসএম/

Header Ad
Header Ad

আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করছি না, দেশের সামগ্রিকভাবে একটি পরিবর্তন চাই। সেই পরিবর্তনের জন্যই আমরা সংস্কার চেয়ে আসছি। ড. ইউনূস সরকারকে অন্তত কেউ তুলতে পারছে না। যে বিএনপি এক সময় আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, এখন তারা বলছে এ দলকে নিষিদ্ধের পক্ষে না। পরিবর্তনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হয়।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কে. আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের অর্থনীতি যখন ভঙ্গুর অবস্থা। বিদেশি রাষ্ট্রগুলো সহায়তা দিতে সাহস পাচ্ছে না তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সহায়তা চলে আসছে।’

তিনি বলেন, কেউ বলছে আগে সংস্কার তারপর নির্বাচন, কেউ বলছে আগে নির্বাচন। সংস্কার শেষ করে ভোট এ কথার ভিত্তি নেই। ভোট হবে সংস্কারও হবে। ভোটও একটি সংস্কার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে তাদের (সরকারকে) মিনিমাম কিছু সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে সংস্কার জরুরি রলে মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অনেকে ধরেই নিয়েছে এ সরকারের সময় সব কিছু করা যাবে। সব দাবি নিয়ে আসছে। তারা তো সবকিছু করতে পারবে না। সক্ষমতা বিবেচনা করতে হবে। দেশ একটা স্বৈরাচারের অধীনে ছিল, সেখান থেকে গণতান্ত্রিক পুনর্গঠন চলছে। আওয়ামী লীগের আবার ফিরে আসা সম্ভাবনা খুবই কম। তারা যা করেছে, তিনি ( সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিজেই বলেছিলেন তার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী দেশের অর্থনীতি, রাজনীতি কোনো কিছুরই বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়নি। সুতরাং জুলাই অভ্যুত্থানকে বিপ্লব বলা যায় না। এখন অনেকে বলছে, এখানে কিছু ভুল ছিল। কেউ বলছে একটা বিপ্লবী সরকার গঠনের উচিত ছিল। এতে সন্দেহ নেই যে, মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা কঠিন লড়াই করেছে, সেখানে বিপ্লবী চেতনা ছিল বলেই সম্ভব হয়েছিল।’

Header Ad
Header Ad

সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ

হাতে সংবিধানের একটি সংস্করণ নিয়ে শপথ নেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসে নেহেরু-গান্ধী পরিবারের ঐতিহ্য প্রায় ১০০ বছরের। সেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অবশেষে পার্লামেন্টে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশটির পার্লামেন্ট লোকসভার এমপি হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। কেরালার ওয়ানাড় আসনের উপনির্বাচনে জয়ের সুবাদে জীবনে প্রথমবারের মতো আইনপ্রণেতা হলেন তিনি।

এদিন ভাই রাহুল গান্ধীর মতো হাতে সংবিধানের একটি সংস্করণ নিয়ে শপথ নিতে দেখা যায় ৫২ বছর বয়সি প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার শপথের মধ্যদিয়ে গান্ধী পরিবারের তিন সদস্য সংসদের সদস্য হলেন।

স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য সাংসদদের উপস্থিতিতে লোকসভায় শপথবাক্য পাঠ করেন প্রিয়াঙ্কা। এমনকি, এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে লোকসভার গ্যালারিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেই উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভডরা।

চলতি বছরের শুরুর দিকে হওয়া লোকসভা নির্বাচনে রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর ভাই গান্ধি দুটি আসনে লড়াই করে দুটিতেই জয় পান। তার একটি ওয়েনাড়। অপরটি উত্তর প্রদেশের রায়বেরেলি। তবে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এখানে উপনির্বাচন ঘোষণা করা হয়।

ওয়েনাড় উপনির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।

রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক ঘটেছিল অনেক আগেই। বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গেছে। তবে আগে কখনও নির্বাচনে লড়েননি তিনি। গত ১৩ নভেম্বর একাধিক রাজ্যের বেশ কয়েকটি বিধানসভার পাশাপাশি লোকসভার ওয়েনাড় আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ১০ দিন পর শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন মতে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড় উপনির্বাচনে ৪ লাখ ১০ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে বিশাল জয় অর্জন করেছেন। গত সাধারণ নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি ৯ শতাংশ কম হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কার ভোটের হার ৬৫ শতাংশ।

Header Ad
Header Ad

ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া

ছবি: সংগৃহীত

ইউক্রেনে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোতে লক্ষ লক্ষ্য করে ১৮৮টি মিসাইল ও ড্রোন আক্রমণ চালায় রুশ বাহিনী, এতে দেশটির প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ও অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় ইউক্রেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী বলে জানায় ইউক্রেন।

ইউক্রেন জানিয়েছে, নতুন এ হামলায় রাশিয়া ১৮৮টি মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এরমধ্যে তারা ৭৬টি কালিবার ক্রুজ মিসাইল, তিনটি কেএইচ-৫৯/কেএইচ-৬৯ মিসাইল এবং ৩৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভকে লক্ষ্য করে যেসব মিসাইল ছোড়া হয়েছে তার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।

ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছেন। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হলো এখন তারা সেটি নিরূপণের চেষ্টা করছেন।

কিয়েভের বাসিন্দারা জানিয়েছেন, হামলার বিকট শব্দ শুনে সকালে তাদের ঘুম ভাঙে। কিয়েভ থেকে বিবিসির সাংবাদিক জাহান্না বেজপিয়াতচুক জানিয়েছেন, তিনিও মিসাইলের শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন। হামলার পর কিয়েভে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। তবে যেহেতু সেখানকার প্রায় সব বাড়িতে এখন জেনারেটর আছে। তাই তারা আপাতত রান্নাবান্না ও নিজেদের উষ্ণ রাখার কাজটি করতে পারবেন।

ইউক্রেন জানিয়েছে, শুধুমাত্র এ বছর তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ১১ বার হামলা চালিয়েছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রাশিয়া। তাদের ধারণা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ইউক্রেন শক্ত অবস্থান থেকে সরে আসবে এবং রাশিয়াকে লক্ষ্য করে হামলা চালাতে ভয় পাবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা
থমকে গেছে অর্থ পাচারের অনুসন্ধান, তদন্তে এস আলমের প্রভাব
ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক
নাটকীয় হারে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের
বাংলাদেশের নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যে কাজ করার আহ্বান মাহাথিরের
ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে সরকার
গাজায় একদিনে আরও ৩৩ জন নিহত
বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী
সম্পত্তির জন্য বাবাকে তালাবদ্ধ করে রাখলো মেয়েরা